সুন্দরবন ১৬ লঞ্চে প্রথম যাত্রা | Exclusive video | প্রথম নাইট ট্রাইল | Shundarban 16 launch

#mdbijoyhossain
#launch
#travel

সিকিউরিটির জন্য ভিডিওতে সুন্দরবন ১৬ লঞ্চটির নতুন অনেক কিছু দেখানো হয়নি।

আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে,
যাদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবসক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন।

My Facebook id :
https://www.facebook.com/obijoyo.hossin
Facebook page:
https://www.facebook.com/TravellerMDBijoyHossain/
Travelling group:
https://www.facebook.com/groups/2792838080815445/?ref=share

33 Comments

  1. তুই কি মালিকপক্ষ নাকি এমনি ভিডিও করার জন্য গেছিলি

  2. আসসালামু আলাইকুম ভাই আপনি কিন্তু লঞ্চের ইঞ্জিনের ব্যাপারে কিছুই বলেননি যদি দয়া করে বলবেন

  3. লাইটিং সাদাসিধা মনে হইছে।
    কালার ফুল লাইটিং নেই।

  4. প্রিন্স আওলাদ এর ধারে কাছেও নাই সুন্দরবন ১৬ ফালতু ডেকোরেশন

  5. জীবনে কুরুজ শিপ না দেখলে এই সমস্ত লঞ্চ নিয়েই ভিডিও বানাতে হবে। কিন্তু এইগুলোতে আমরা ঠেকে জার্নি করতে হয়।

  6. ভাই কিছু মনে না করলে একটা প্রশ্ন এসব লঞ্চে ঢাকা টু বরিশালের তেলের খরচ কতো টাকা যায়

  7. ভেতরের ব্যবস্থা তো ভালোই ,বিদেশী ক্রুজের আমেজ আছে তবে পোর্ট গুলো উঠা নামার ব্যবস্থা দেখে তো উরির চরের বস্তি মনে হলো ! সংশ্লিষ্টদের উচিত বিদেশের বন্দর বা ঘাটগুলো দেখে পোর্টের উন্নয়ন করা । তাহলে ভ্রমণকারীরা নিরাপদ ও মর্যাদা বোধ করবে ।

  8. আমি একজন সৌদি প্রবাসি। আমি আমার এই চ্যানালে পবিত্র কুরআনের সেই সব বিষয় তুলে ধরব যাহা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সেই সব বিষয় তেমন আলোচনা হয় না। আসা করি আপনারা আমার চ্যানালটির পাশে থাকবেন। আপনারা আমার প্রান প্রিয় দ্বীনি ভাই আপনাদের জন্য দোয়া রইলো। আমিন।…….

  9. আমি একজন সৌদি প্রবাসি। আমি আমার এই চ্যানালে পবিত্র কুরআনের সেই সব বিষয় তুলে ধরব যাহা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সেই সব বিষয় তেমন আলোচনা হয় না। আসা করি আপনারা আমার চ্যানালটির পাশে থাকবেন। আপনারা আমার প্রান প্রিয় দ্বীনি ভাই আপনাদের জন্য দোয়া রইলো। আমিন।…….

  10. গতানুগতিকের বাইরে সুন্দরবন সফরের ব্যবস্থা রাখলে আমরা চট্টগ্রামের মানুষ ভ্রমন করতে পারবো।

  11. ব্যেশ্যার পোলা তুই আগে কথা বলার ট্রেনিং নে।

  12. ভালই লাগলো তোমার এই ভিডিও দেখে, তিরিশ বছর হল এই ধরনের লঞ্চ বা শীপে উঠিনা,কারন কানাডায় থাকি,এইখান কার শীপ বা কুরুজার এ বেরানো ব্যায় বহুল?

  13. যে যাই বলুক বরিশালে যেতে আসতে আমার এই মাধ্যম টিই বেশি পছন্দ। আশা করা যায় এখন সার্ভিস অনেক উন্নত হবে। সরকারের উচিৎ এই মাধ্যম কে বাঁচিয়ে রাখা এবং সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনায় আরো সহযোগীতা করা। এটা এদেশের ঐতিহ্য। সদর ঘাট পযর্ন্ত একটা ফ্লাইওভার নির্মান করা উচিৎ যাতে জানজট এড়ানো সম্ভব হয়। সদর ঘাট অন্যত্র সরিয়ে নিলেও মন্দ হয়না। নদীর পানি পরিস্কার রাখা। এদিকে নজর দিলে অবশ্যই যাত্রীরা চলাচল করবে।

  14. ওরা ভাড়া যদি কম নেন তা হলে লোক আসাযাওয়া করবে, ওদের লস হবে না

  15. নৌ পথের মতো শান্তির পথ আর কিছুই হতে পারে না অসম্ভব হতে পারে না

Write A Comment