ধারণা করা হয়, বিক্রমপুর নামটির উৎপত্তি বিক্রমাদিত্য থেকে। বিক্রমাদিত্য হিন্দু পুরাণের একজন রাজা ছিলেন। তবে বেশ কয়েকজন শাসক যেমনঃ চন্দ্রগুপ্ত–২, ধর্মপাল, সম্রাট হেমু প্রমুখ বিক্রমাদিত্য পদবীটি গ্রহণ করেছিলেন। তাই এটি পরিষ্কার নয় কার নামে বিক্রমপুরের নামকরণ করা হয়েছিল। বিক্রমপুর নামের ‘‘বিক্রম’’ অর্থ সাহস বা বীরত্ব এবং ‘‘পুর’’ অর্থ নগর বা এলাকা, যা উপমহাদেশে বিভিন্ন অঞ্চল বা এলাকার নামের শেষাংশ হিসাবে সাধারণত ব্যবহার করা হয়। বর্তমানে বিক্রমপুর অঞ্চলের কোন প্রশাসনিক স্বীকৃতি নেই। মুন্সিগঞ্জ জেলার একটি বিস্তৃত অংশের মানুষজন নিজেদের ঐতিহাসিক বিক্রমপুরের অধিবাসী বলে দাবি করে। ধারণা করা হয়, বিক্রমপুর নগরের অবস্থান ছিল এরকমঃ পশ্চিমে পদ্মানদী, উত্তর ও পূর্বে ধলেশ্বরী নদী এবং দক্ষিণে আড়িয়াল খাঁ ও মেঘনা নদীর সংযোগস্থল। বিক্রমপুর পরগনা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১২ মাইল দক্ষিণে অবস্থিত। বর্তমানে এ অঞ্চলটি মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত। বিক্রমপুর বাংলার একটি ঐতিহাসিক এলাকা। সুপ্রাচীন কাল থেকেই এই অঞ্চল তার বৌদ্ধ জ্ঞান চর্চার জন্য এবং পরবর্তীতে সাংস্কৃতিক প্রভাবের জন্য সুপরিচিত। ধারণা করা হয়, বৈদিক যুগ থেকে ভাওয়াল ও সোনারগাঁও রাজধানী হিসেবে আবির্ভূত হবার আগে পর্যন্ত এটিই ছিল বাংলার প্রাচীনতম রাজধানী। বিক্রমপুর ছিল রাজা বিক্রমাদিত্যের রাজধানী। এই এলাকায় বাংলার বহু কীর্তিমান ব্যক্তির জন্ম হয়েছে। এখানকার কৃতী সন্তানের মধ্যে রয়েছেন অতীশ দীপঙ্কর, জগদীশ চন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, ব্রজেন দাস, সত্যেন সেন প্রমুখ।
#বিক্রমপুর #bikrampur_tour_info

স্যার জগদীশ চন্দ্র বসুকে নিয়ে তৈরী করা ভিডিওটা দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।

For More Visit:
Website: https://infohunterbd.blogspot.com/
Facebook: https://www.facebook.com/bdinfohunter

44 Comments

  1. Hello ami chandan roy india theke.. Amader dadur bari bikrampur chilo.. Amar kub oche ekbar dekte.. Bhaiya thanks video ta bannor jonne.. Ami apnar sathe khota bolte chi please call korben apnar whatsup no ta amake deban

  2. আপনার video গুলি দেখে পূর্বপুরুষদের এই দেশের charm অনুভব সম্ভব হল। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

  3. খুব সুন্দর ভিডিও আমি কলকাতা থেকে বলছি। বিক্রমপুর খিলগাঁও একটি ভিডিও যদি আপনি খুব ভালো হয়।

  4. বিক্রমপুর আমার মামার বাড়ি ছিলো এখন আর নেই এখন সবাই কলকাতা থাকে বিক্রমপুর দেখানো জন্য আমাদের তরোপ থেকে ধন্যবাদ

  5. Amader ai bari . amader purbo purush ra ekhane thakten . dipara gram er kichu video thakle please dekha ben

  6. বিক্রমপুর আমার শ্বশুরবাড়ি এখন আমার শালা শালি আছে কনেকসর‌ লৌহজং থানা আমি বাংলাদেশে গেলে বিক্রমপুর ঘুরতে যাই যদিও আমার দেশের বাড়ি ছিল মাদারীপুর জেলা রাজৈর‌ থানা দামেরচর‌ গ্ৰাম আমি একজন ভারতের নাগরিক 🇮🇳🇮🇳

  7. হাড়িপাতিল বিক্রি করা নিম্নভিত গরিব মানুষেরা এখানে বসবাস করে। এই এলাকার মহিলারা খুব ঝগড়াটে। সারা দেশে এরা ডেগডেসকি বিক্রি করে আবার অহংকার করে।

  8. বিক্রমপুর ,ষোলোঘর আমাদের দেশ ছিল , আমার বয়েস ৭৮ বছর , আমার জন্ম এপার বাংলার ২৪ পরগনায়,আমি দেশ দেখার সুযোগ পাইনি । গল্প শুনেছি । পুস্করিনী ছিল অনেক ,আমরা ছিলাম জমিদার , বিশাল জায়গা নিয়ে ছিল ,বসত বাড়ি, বাড়িতে দূর্গা দালানে দূর্গা পূজা হতো খুব বড় করে । মামার বাড়ি ছিল বেলতলীতে , দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ছিলেন আমাদের আত্মীয় দিদিমার তরফে।যেতে পারিনি দেশে ,তবে দেখার সুযোগ হচ্ছে আপনাদের পরিবেশিত ভিডিও দেখে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। ধন্যবাদ , সকলকেই আমার অভিনন্দন , গুরুজনদের নমস্কার।

  9. We are the zamindars of Bikram pur .Thanks for showing our ancestral area. My great grandfather was Police commisioner of Dhaka during 1930s . Later he joined INA and later court marshaled by British in Delhi. So my great grandfather's wife along with her son came to Kolkata in 1946. Later other families members came to Kolkata. During that time many of my family members had been killed.Any one from Bikrampur here know Birendra Chandra Majumder, he was my great grandfather, And police Commissioner of Dhaka in British era.

  10. Bikrampur amr jonmo. Bikrampur er Tongibari thanay babar bari r Sreenagor thanay sasur bari. Amr zela Munshiganj dkhte khob e sundor r onk oitihasik isthan ace.

  11. আমার নানু দাদুবাড়ির দুটোই শ্রীনগর🥰বছরে এক দুইবার যখন দেশের বাড়ি যাওয়া হয় তখন আর এ ঘিন্চি শহরে আসতে ইচ্ছা হয় না

  12. আমার বাড়ি মুন্সিগঞ্জ বিক্রমপুরে আমি যখন আমার বিক্রমপুরের ভিডিও দেখি এবং আমি ইউটিউবে অনেক খুজি এই সমস্ত ভিডিও আমাদের মুন্সিগঞ্জের বিজনেসম্যান আমাদের মুন্সিগঞ্জের কি কি আছে এবং জনপ্রিয় এবং বাংলাদেশের আমরা কত নাম্বার ধনী তারপরে বাংলাদেশের বড় বড় যে কোম্পানিগুলো আছে আমাদের মুন্সিগঞ্জের কে কে আছে কোম্পানির মালিক আমার অনেক গর্ব হয় আমাদের মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জকে নিয়ে আমি সব সময় সবার কাছে আমি প্রশংসা করি আমাদের মুন্সিগঞ্জকে নিয়ে কিন্তু আমার একটা দুঃখ হচ্ছে বাংলাদেশের ভিতরে একটা ধনী জেলা মুন্সিগঞ্জ আবার ঢাকার সাথে ওই হিসাবে আমাদের মুন্সিগঞ্জকে এখন আরো অনেক উন্নত করা দরকার কারণ আমাদের ক্ষমতা টাকা পয়সা কোন কিছুই কমতি নাই মাঝে মাঝে দুঃখ হয় আমাদের মুন্সিগঞ্জকে নিয়ে মুন্সিগঞ্জ কারণে উন্নত করা দরকার যারা মুন্সিগঞ্জের বাইরে থাকেন বেশিরভাগ ঢাকাতে থাকেন যারা আমি তাদেরকে লক্ষ্য করে বলতেছি মুন্সীগঞ্জের দিকে একটু নজর দেন প্লিজ মুন্সিগঞ্জকে একটু উন্নতি করেন যে ভাই এই ভিডিও বানিয়েছেন তাকে অনেক ধন্যবাদ তার কাছে আমাকে অনুরোধ আমাদের বাংলাদেশে যে বড় বড় কোম্পানিগুলো আছে কে কে মুন্সিগঞ্জের মালিক বিজনেসম্যান ওই কোম্পানির সহ ওনাদের নামগুলো প্রচার করে দিবেন এজন্য বললাম যখন দেখব ইউটিউবে আমাদের মুন্সিগঞ্জের নাম আমাদের অনেক গর্ব হবে তাদের দেখে বিশেষ করে যারা বিজনেসম্যান আছে বড় বড় গ্রুপ এফ এর নাম গুলি বলবেন তাদের নিয়ে একটি ভিডিও বানাবেন দয়া করে ভাল থাকবেন আসসালামু আলাইকুম

  13. আমি গর্বিত আমি বিক্রমপুরী আর আমি শ্রীনগর এলাকার বাসিন্দা

  14. I am a 3rd generation Malaysian with my forefathers roots in BIKRAMPUR. Would love to visit some day and soak up the atmosphere.

  15. ভাই মুন্সিগঞ্জে আরো অনেকে কিছু দেখানোর বাকিছিল

  16. সংহার ও ধ্বংস, নতুন সৃষ্টির নামান্তর। সৃষ্টি কর্তা ব্রহ্ম দেব, পালনহার ভগবান শ্রী বিষ্ণু ।🙏🙏

  17. সতিই খুব দুঃখ লাগে আমাদের পূর্ব পুরুষদের কিভাবে ওইখান থেকে তাড়িয়ে ছিল।😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

Write A Comment