#মাইকেল_মধুসূদন_দত্তের_বাড়ি #মাইকেল_মধুসূদন_দত্ত #যশোর_জেলার_দর্শনীয়_স্থান
#Home-Of-MICHAEL-MADHUSUDAN-DUTT
Michael-Madhusudan-Dutt’s-House-at-Jessore
Dutt was born in Sagordari, a village in Keshabpur Upazila, Jessore District of Undivided Bengal (now Bangladesh). His father was Rajnarayan Dutt, a pleader in the Sadar court,[3] and his mother was Jahnvi Devi. He was an exceptionally talented student, recognised by teachers and professors as being a precocious child with a gift of literary expression. Early exposure to English education and European literature inspired him to emulate the English in taste, manners and intellect. An early influence was his teacher at Hindu College, Calcutta, David Lester Richardson. Richardson was a poet and inspired in Dutt a love of English poetry, particularly Byron.

Dutt began writing English poetry aged around 17 years, sending his works to publications in England, including Blackwood’s Magazine and Bentley’s Miscellany. They were, however, never published.[4] It was also the time he began a correspondence with his friend, Gour Das Bysack, which today forms the bulk of sources on his life.
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা।[২] তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।

ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিষ্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি। এই সময়েই তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্যরচনা করতে শুরু করেন।

মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী (নাটক), পদ্মাবতী (নাটক), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেকটর বধ [৩] ইত্যাদি। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির।

4 Comments

  1. মামা মাইকেল-এর বাড়ি তো দেকলাম না

Write A Comment