Please subscribe to our channel: https://shrinke.me/VTGzf6

বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা গানগুলোর একটি: https://shrinke.me/kCn7F

Song: Tor Valobasha Noyre Valo | তোর ভালোবাসা নয়রে ভাল | Sangeeta Exclusive Music Video
Singers: Ananna & Protik Hasan | অনন্যা ও প্রতিক হাসান
Lyrics: Shomeshwar Oli
Tune & Composition: Protik Hasan
Label: Sangeeta

WATCH: http://bit.ly/Top20MusicVideos
LISTEN: http://bit.ly/23BestAudioAlbums

Bangla Lyrics:
তোর ভালবাসা নয়রে ভালো
নিভে গেছে আলো
নাইরে কোন আশা
কেমনে বাসি ভালো

তুই উড়ু উড়ু হায় রে পাখি
তোকে মিছে ডাকি
নাইরে কোন মায়া
কেমনে ধরে রাখি

ওহ… অন্তরেতে টান লাগে
বুকেরি পিঞ্জরে
তোরে ভুলে ওরে আমি থাকি কি করে
ওহ… অন্তরেতে টান লাগে
বুকেরি পিঞ্জরে
তোর কথা মনে পড়ে
তাই তো যাই উড়ে

তোর ভালবাসা নয়রে ভালো
নিভে গেছে আলো
নাইরে কোন আশা
কেমনে বাসি ভালো

তুই উড়ু উড়ু হায় রে পাখি
তোকে মিছে ডাকি
নাইরে কোন মায়া
কেমনে ধরে রাখি

দারুন অভিমান বুকে
বাহিরে জলা.
দুয়ারেতে তালা গলে
নাইরে সে মালা

ও,, এমন ভালবাসা দিলি
যায় গো পড়ে
জ্বলে যায় দরে
ব্যথা হৃদয় জুড়ে

ও বারে বারে দারে দারে
মনটা ঘুরে মরে
ডেকে ডেকে যাই তোর ডাক নাম ধরে
ও অন্তরেতে টান লাগে বুকেরি পিঞ্জরে
তোর কথা মনে পড়ে
তাইতো যাই উড়ে

তোর ভালবাসা নয়রে ভালো
নিভে গেছে আলো
নাইরে কোন আশা
কেমনে বাসি ভালো
তুই উড়ু উড়ু হায় রে পাখি
তোকে মিছে ডাকি
নাইরে কোন মায়া
কেমনে ধরে রাখি

আমার ভালবাসা আমি চাইরে ফিরে
পিছুটান ছেড়ে চলে আয় না ধিরে
আমার জোছনাতে আমি
আজো একা
চাই তোর দেখা
ভুলে সময় রেখা

ও,, হাতে হাতে সাথে সাথে
আয় না চলে ওরে
মনে মনে ছুই মন চুপ চাপ করে
ওহ… অন্তরেতে টান লাগে
বুকেরি পিঞ্জরে
তোর কথা মনে পড়ে
তাইতো ডাকি ওরে

তোর ভালবাসা নয়রে ভালো
নিভে গেছে আলো
নাইরে কোন আশা
কেমনে বাসি ভালো

তুই উড়ু উড়ু হায় রে পাখি
তোকে মিছে ডাকি
নাইরে কোন মায়া
কেমনে ধরে রাখি

তোর ভালবাসা নয়রে ভালো
নিভে গেছে আলো
নাইরে কোন আশা
কেমনে বাসি ভালো

তুই উড়ু উড়ু হায় রে পাখি
তোকে মিছে ডাকি
নাইরে কোন মায়া
কেমনে ধরে রাখি ।।

►Like us on Facebook: http://www.facebook.com/SangeetaMusicBD
►Follow us on Twitter: http://www.twitter.com/SangeetaMusicBD
►Circle us on G+: http://www.google.com/+sangeetamusicbd1982
►Visit us on Website: http://www.sangeetaworld.com

39 Comments

  1. তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো না ❤❤❤❤

  2. এটাই সেই গান পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেল😢😢😢😢

  3. আমার মানুষ আমাকে 😂😂😂😂 চেরে চলে গেছে আমার আমার বন্ধু হবেন আমার নাম জুনাকি

  4. যদি পেয়ে যেতাম তোমাকে তাহলে এই গান হয়তো শোনা হতো না জান তোমাকে মাজে এই ভাবে ছরিয়ে দেবো কমেন্টে লেখে সত্যি বলছি তোমাকে আজো ভুলতে পারি নি আর ভুলতেও চাই না

  5. সাত বছের পুরানো গানটা আজকে অনেক শুনতে ইচ্ছে হচ্ছিল তাই চলে এলাম।অমর হয়ে থাকুক গান টা।

  6. ২০২৩ এ এসে ও গানটা শুনে সেই স্কুল জিবনের স্রিতি মনে পরে যায় 😔

  7. এই গানটা আমার প্রেমের অংশ ছিলো😢😢😢
    আজও এই গান শুনি কিন্তু সেই ভালোবাসার মানুষ টা আজ আর আমার পাশে নাই। হয়তো অন্য কোনো গান শুনছে তার প্রিয়জন কে পাশে নিয়ে😢😢😢😢
    আর আমি আজও এই গান শুনলে নিজেকে আটকাতে পারিনা কান্না করা ছাড়া😢😢😢

  8. প্রিয় খুব মনে পড়ছে তোমায়…. তাই গানটা শোনতে এলাম…নতুন কেউ এসে লাইক দিলে Notification পেয়ে আবার ও শোনতে আসব গানটা

  9. মনে ছিলো আশা,, অনেক স্বপ্ন, কিন্তু কি লাভ হলো সেই তুমি তো ছেড়ে চলে গেলে,, কারণ আমি মধ্যবিত্ত ছিলাম🖤🖤

  10. আসলে এই গানটি যতোবার শুনি ততবারই প্রিয় মানুষটির কথা মনে পড়ে ভালোবাসি কি এক অদ্ভুত জিনিস 🥺🥺💔

  11. ২০২৩ সালে গানটা আবারও সার্চ দিয়ে সুনলাম
    গানটা অনেক ভালো লাগলো❤

  12. আমার মতো কে কে কমেন্ট দেখতে এসেছেন ❤❤❤

  13. আমার মতো কে কে কমেন্ট দেখতে এসেছেন ❤❤❤

  14. আল্লাহ আমাদের কে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ
    সবাই দোয়া করবেন আল্লাহ্ আমাদের যেনো সন্তানের মুখ দেখান

  15. তোমাকে পেয়ে গেলে হয়তো এই গান টা আর শোনা হত না প্রিয়। কমেন্ট রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ গানটি শুনবে আর কেউ লাইক বা রিপ্লে দিলে নোটিফিকেশন আসলে গান টি আবার শুনবো। বুঝবে প্রিয় সময়ের ব্যাবধানে কি ছিলে আমার তুমি। অযোগ্য প্রমান করে চলে গেলে।। এতোটাই আঘাত করলে যে আঁকড়ে ধরার সাধ্যটা ও রাখতে দাওনি।আজ আমি সম্পুর্ন সুস্থ হয়েও অসুস্থ ।। জানিনা কেমনে বেঁচে আছি।। ভালো থেকো প্রিয় ❤নিপা❤

  16. কে কে ২০২৩ এসে গান টা শুনছো লাইক দিয়ে যাও ❤ ❤ 🥰

Write A Comment