সংস্কৃতি ও ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ নড়াইল জেলা শ্যামল সবুজ প্রান্তর, ইছামতি, চাচুড়ী সহ অসংখ্য বিলের জলধারা, মধুমতি, চিত্রা আর নবগঙ্গা নদী বেষ্টিত খুলনা বিভাগের একটি জেলা। যাত্রাগান, পালাগান, কবিগান, জারিগান, গাজিরগান, বৃষ্টির গান, নৌকাবাইচ, হাডুডু খেলা, লাঠি খেলা, ষাড়ের লড়াই, পিঠাগুলি ইত্যাদি ঐতিহ্যবাহী আয়োজনে উল্লেখযোগ্য এই জনপদ। নড়াইল জেলার উল্লেখযোগ্য দর্শনীয় ও ঐতিহাসিক স্থান গুলো হলো; গোয়াল বাথান গ্রামের মসজিদ, কদমতলা মসজিদ, নালদীতে গাজীর দরগা, উজিরপুরে রাজা কেশব রায়ের বাড়ী, জোড় বাংলায় রাধাগোবিন্দ মন্দির, লক্ষ্মীপাশায় কালিবাড়ী, নিহিনাথতলার বড়দিয়াতে মঠ, চাপাইল সেতু, নিরিবিলি পিকনিক স্পট, অরুনিমা ইকো পার্ক ইত্যাদি।

#নড়াইল
#narail
#চিত্রারিসোর্ট
#অরুনিমাইকোপার্ক
#সুলতানকমপ্লেক্স

16 Comments

  1. নড়াইল জেলা বাসীকে অভিনন্দন।আমার একজন বন্ধু আছে জনাব তুহিন মোল্লা ভাই।জাফর হোসেন অভি ফেনী জেলা।

  2. কে বলেছে আপনাকে নড়াইল সদর থেকে সুলতান কমপ্লেক্স ব১২ কিলোমিটার দুর???

  3. আপনি নড়াইল সম্পর্কে কিছুই জানেন না।এসব ছাড়াও নড়াইলের প্রধান দর্শনীয় স্থান হচ্ছে নড়াইলের কালিয়ায় অবস্থিত জগৎ বিখ্যাত নৃত্যশিল্পী-সেতার বাদক ভ্রাত্যিদ্বয় উদয় শঙ্কর-রবি শঙ্কর-এর বাড়ি ও জন্মস্থান।জারি সম্রাট মোছলেম উদ্দীনের বাড়ি ও জন্মস্থান।এ ছাড়া কালিয়ার রথ মেলা চড়ক মেলা নৌকা বাইচ এবং নড়াইল বিভিন্ন খাঁটি দুধের বিভিন্ন মিষ্টির জন্য বিখ্যাত

    You don't know anything about Narail. Apart from these the main attractions of Narail are the home and birth place of the world famous dancer-setar brother brothers Uday Shankar-Ravi Shankar located at Kalia in Narail. The home and birth place of Jari Samrat Moslem Uddin. Apart from this Kalia Rath Mela Charak Mela Nauka Baich and Narail are famous for various pure milk sweets

  4. আমি মোঃ স্বাধীন এই নড়াইল জেলার এক সন্তান তুমি খুব গর্বিত এই মায়াময়ী সুন্দর জেলার প্রতি জানাচ্ছি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জয় বাঙালি জয় বাংলা 🙋🏋️🇧🇩❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  5. আমি মোঃ স্বাধীন এই নড়াইল জেলার সন্তান হিসাবে আমি খুব গর্বিত যে এই সুন্দর মায়াময় প্রকৃতিতে ঘেরা বাংলার প্রিয় ছোট্ট জায়গাটিতে আমার অবস্থান জয় বাংলা জয় বাঙালি 🙋🏋️🇧🇩🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  6. পাসপোর্ট ও ভারতীয় ভিসা অনলাইন প্রসেসিং করা হয়।
    ঠিকানা ঃ #সবুজ টেলিকম
    রূপগঞ্জ বাজার, মুচিপোল, জননী মার্কেট, ভওয়াখালী রোড, নড়াইল সদর, নড়াইল।

Write A Comment