সোনারগাঁও জাদুঘর,পানাম সিটি ও বাংলার তাজমহল-কিভাবে যাবেন? খরচ কত?Sonargaon Panam City- Narayanganj

সোনারগাঁও জাদুঘর:
প্রাচীন গৌরবময় ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ। এর বিস্তৃতি অঞ্চল বৈচিত্র্যে পরিপূর্ণ। সোনারগাঁও বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রায় তিনশত বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। সুলতানী আমলের পটভুমিতে আমাদের সোনালি ঐতিহ্যের দিকে পিছন ফিরে তাকিয়ে দেখতে বেছে নেয়া হয়েছিল সোনারগাঁকে। মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে ১৬০৮ সালে ঢাকায় রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁয়ের গুরুত্ব ম্লান হয়ে যায়। তথাপি সোনারগাঁও আমাদেরকে নিয়ে যায় সোনালি অতীতের কাছে। ঐতিহাসিক সোনারগাঁয়ে অতীত স্মৃতিকে সামনে রেখেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শ এবং আর্থিক সাহায্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যা সোনারগাঁও জাদুঘর নামেও পরিচিত। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও পুনরুজ্জীবন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৭৫ সালের ১২ মার্চ সরকার এক প্রজ্ঞাপন বলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে।

পানাম সিটি:
মূল পানামা সিটি প্রতিষ্ঠিত হয় ১৫১৯ সালে। সেই অঞ্চলের স্পেনীয় উপনিবেশের গভর্নর Pedrarias Davila এই শহরের পত্তন করেন। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে, বিশেষত পেরুতে অবস্থিত ইনকাদের রাজত্বে অভিযান পরিচালনা করার জন্য স্পেনীয় বাহিনী এই নগরকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করতো। অতি শীঘ্রই ইউরোপীয় উপনিবেশের সাথে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের মধ্যে মানুষ ও মালামাল পরিবহনের জন্য এই শহরটি জনপ্রিয় হয়ে উঠে। পরিবহনকৃত মালামালের মধ্যে প্রধান ছিল, পেরু থেকে আনা রূপা। স্পেনীয়রা এই পানামা যোজকে জাহাজ দিয়ে এই রুপা স্পেনে নিয়ে যেতো। ১৬৭১ সালে ওয়েল্‌শের জলদস্যু হেনরি মরগান এই আদি শহরটি (যার নাম পানামা ভিয়েজো বা পুরাতন পানামা) লুট করার পর ধ্বংস করে দেয়। স্পেনীয় কর্মকর্তারা দুই বছর অপেক্ষাকৃত নিরাপদ এবং প্রতিরক্ষার উপযোগী একটি স্থানে শহরটি পুনরায় নির্মাণ করে। প্রথমোক্ত স্থান থেকে এই নতুন স্থানের দূরত্ব ৮ কিলোমিটার এবং নতুন স্থানটি একটি উপদ্বীপ।

১৭০০ শতাব্দীতে স্পেনীয়রা বাণিজ্যের জন্য অন্যান্য পথ ব্যবহার করতে থাকায় পানামা সিটির বিশেষ অবনতি ঘটে। কিন্তু ১৮৫০-এর দশকে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ এবং পানামা রেলপথ নির্মাণের পর পানামা সিটির মধ্য দিয়ে যাতায়ত বৃদ্ধি পায় এবং শহরটি পুনরায় উন্নত এবং উৎকৃষ্ট হিসেবে গড়ে উঠে। এসময় পানামা কলম্বিয়ার অন্তর্ভুক্ত ছিল এবং পানামা সিটি পানামা অঞ্চলের রাজনৈতিক কেন্দ্র হিসেবে চিহ্নিত হতো। ১৯০৩ সালে যখন পানামা কলম্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে তখন পানামা সিটি এই নতুন দেশের রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯০৪ থেকে ১৯১৪ সালের মধ্যে পানামা খাল খননের সময় আবার পানামা সিটিতে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়ে। খাল খনন প্রকল্পের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা এই শহরে অত্যাধুনিক পয়ঃনিষ্কাশন ও জল বণ্টন ব্যবস্থা প্রতিষ্ঠা করে যাতে রোগ বালাই নিয়ন্ত্রণে রাখা যায়। এসময় শহরের জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পায়। ১৯২০ ও ৩০-এর দশকে পানামানীয় শ্রমিকরা বাসস্থানের সংকট নিরসনে আন্দোলন ও রায়ট করে।

১৯৬০ ও ৭০-এর দশকে পানামা সিটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রতি বছর গড়ে শতকরা ১০ ভাগেরও বেশি। গ্রাম ও বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে অভিবাসীরা শহরে কাজের সন্ধানে ভিড় জমায়।

পানাম নগর,বাংলার তাজমহল,panam city,Sonargaon Museum,পানাম নগর ভ্রমণ,পানাম নগরী,Ishakha Palace,Sonargaon Travel Guide,Banglar Taj Mahal,Sonargaon Narayanganj,সোনারগাঁও জাদুঘর,লোক ও কারুশিল্প ফাউন্ডেশন,panam city tour guide,sonargaon panam city,panam nagar,সোনারগাঁও জাদুঘর কিভাবে যাব?,পানাম সিটি কিভাবে যাব?,বাংলার তাজমহল কিভাবে যাব?

Music: Raga Scape – Jingle Punks https://youtu.be/9usYvTWnIso

23 Comments

  1. মদনপুর থেকে কিভাবে যাব বাংলার তাজমহল জানাবেন প্লিজ।

  2. আমি বৃহস্পতিবার যেতে চাই।আপনি বললেন বন্দ।

  3. ভাই কখন থেকে খোলা থাকে পানাম নগর? আর স্কুলে ড্রেস পরে কিহ জাদুঘর বাহ পানাম নগরে ডুকতে দেয়?

  4. পরিবার নিয়ে গেলে রাতে থাকার জন্য হোটেল আছে কি জানালে উপকার হবে

  5. তোমারে পাগলে চুদে আ গান না গাইলে হয় না খুবি সুন্দর ছিলো

  6. গান টা না গাইলে আর ভাল লাগতো এ সব গান নরম কন্ঠে ভালো শোনায়।

  7. শেয়ার দিলাম আপনার ভিডিও টা। আশা করি আরও 1k ভিউ আসবে।

  8. Ei video ta onk helpful apnader guideline's dkhe amra dhaka mirpur theke ghure aslam kno jhamela sara tnqu so much apu and vaiya

  9. ২১ সে ফেব্রুয়ারি কি বাংলার তাজমহল বন্ধ থাকে? কেউ বলতে পারেন।

  10. পানাম সিটি তে ওই বাড়ি গুলোর ভিতরে কি ঢুকা যায়😐

  11. আপু, সবই সুন্দর ছিলো, কিন্তু আপনার কাউয়া কন্ঠের গান আমাদের কানদুটো নস্ট করে দিয়েছে।
    এই ধরনের গান না দিলে ভিডিও উপভোগ করতে সুবিধা হতো।
    দয়া করে আমাদের কানের কথা চিন্তা করে পরবর্তী ভিডিও আপলোড দিবেন।
    ধন্যবাদ।

Write A Comment