গতিতে জীবন, স্থিতিতে মরণ।গতিশীলতা জীবনের ধর্ম। জীবন তো থেমে থাকার নয়। পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে দিগন্ত থেকে দিগন্তে ছুটে চলার জন্য। যেমনটা করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা। সেই কৌতুহলী ভ্রমণপিপাসু হওয়ার কারণেই এবারও ছুটে গিয়েছিলাম হাওর কন্যা সুনামগঞ্জে। হ্যাঁ, টাঙ্গুয়ার হাওরের কথাই বলছি। যার বিশেষত্ব শুধু বাঙালি জাতি নয়, পুরো পৃথিবী জানে। এজন্য ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে নির্বাচিত হয় টাঙ্গুয়ার হাওর আর প্রথমটি হলো সুন্দরবন। মেঘালয় পর্বতের পাদদেশে গড়ে উঠেছে এই টাঙ্গুয়ার হাওর। বৃহত্তম মিঠাপানির টাঙ্গুয়ার হাওরটি প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা সানি ছে স্থানীয় মানুষের কাছে “নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল “নামেও পরিচিত।
টাঙ্গুয়ার হাওরের চারদিকে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র যেমন বারেক টিলা, শিমুল বাগান, নীলাদ্রি লেক বা শহীদ স্মৃতি লেক ও মেঘালয় পর্বত মালা।
তাই আর দেরি না করে চলুন সবাই একসাথে ঘুরে আসি টাঙ্গুয়ার হাওর। গোধূলি লগ্নের টাঙ্গুয়ার হাওরের দৃশ্য সত্যিই মন জুড়িয়ে যায়। তাই কেন বাড়িতে থেকে এই সৌন্দর্য মিস করবেন, চলুন দিগন্তবিস্তৃত হাওরের জলরাশিতে হারিয়ে যাই সবাই মিলে।
Mobility is the religion of life. Life does not have to stop. Man has appeared on earth to run from horizon to horizon. As our ancestors did. Because of that curious traveler, I ran to Sunamganj, the daughter of Haor. Yes, I am talking about Tanguar Haor. Whose specialty is known not only to the Bengali nation, but to the whole world. Therefore, Tanguar Haor was selected as the second Ramsar site in Bangladesh by UNESCO and the first is the Sundarbans. This Tanguar Haor is formed at the foot of the Meghalaya mountains. Tanguar Haor, the largest freshwater haor, covers an area of about 100 km which is also known to the locals as “Nine Twenty Kandar Six Twenty Beel”.
Numerous tourist centers such as Barek Tila, Shimul Bagan, Niladri Lake or Shaheed Smriti Lake and Meghalaya mountain range have sprung up around Tanguar Haor.
So let’s go to Tanguar Haor together without delay. The view of Tanguar Haor at dusk is really captivating. So why miss this beauty from home, let’s all get lost in the water of the horizon.
Follow my Facebook-https://www.facebook.com/profile.php?id=100053301492919