#IndianVisa #IndianVisaApplication #IndiaTour #DocumentsForIndianVisa #AlimurReja #FlyingBird
ভিসার জন্য প্রয়োজনীয় সাধারণ ডকুমেন্ট/ দলিলাদি:
অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, নিন্মবলিখিত ডকুমেন্ট/ দলিলাদি সহকারে আপনার আবেদনপত্র জমা দিতে হবে:
1. মূল পাসপোর্ট, ভিসার আবেদন দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদী হতে হবে। পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা থাকতে হবে। পাসপোর্টের অনুলিপি (দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এসডোর্সমেন্ট, যদি থাকে) সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রের সাথে সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে।
2. একটি সদ্য তোলা (৩ মাসের বেশী পুরোনো নয়) ২x২ (৩৫০x৩৫০ পিক্সেল) সাইজের রঙিন ছবি যেন পুরো মুখমন্ডল দেখা যায় এবং ছবির পিছনের অংশ সাদা হতে হবে ।
3. আবাসস্থলের প্রমাণপত্র: জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল, যথা- বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি।
4. পেশার প্রমাণপত্র : চাকুরীদাতার কাছ থেকে সনদ। শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ড এর অনুলিপি সংযুক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র, বিজনেস ব্যক্তির বাণিজ্য সনদপত্র প্রয়োজন।
5. আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র: আবেদনকারীদের জন প্রতি ১৫০ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এসডোর্সমেন্ট** এবং/অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং/ অথবা সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট এর অনুলিপি দিতে হবে, এক্ষেত্রে, একাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স দেখানো থাকতে পারে।
6. অনলাইন ভিসা এপ্লিকেশন ফরম যেটাতে বিজিডি (BGD) নিবন্ধন নং থাকবে।
7. আবেদনকারীকে অনলাইন এপ্লিকেশন ফরম এ দেয়া নির্ধারিত স্থানে তাদের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
8. আবেদনকারীকে অবশ্যই নিশ্চিত থাকতে হবে যেন বর্তমান পাসপোর্টের জন্মতারিখ এবং জন্মস্থান এর সাথে পুরোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং/ অথবা জন্মনিবন্ধন সনদের তথ্যের মিল থাকে।
9. সাক্ষাতের দিন আবেদনপত্রের সাথে অবশ্যই সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে; সব পুরোনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।
10. বাংলাদেশী পাসপোর্টধারীদের ক্ষেত্রে সব ধরণের ভারতীয় ভিসা, শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা (টি) ব্যতীত, কোন অনলাইন সাক্ষাতের তারিখ ই-টোকেন ছাড়াই ওয়াক-ইন পদ্ধতিতে গ্রহণ করা হয়। কোথায় ভিসার জন্য আবেদন করতে হবে |
11. আবেদনপত্র অবশ্যই ৮ দিনের মধ্যে জমা দিতে হবে |
20 Comments
একটি মেয়ে একা ভারতে ঘুরতে আসে আর সেই মেয়ে কনো কাজ কোরে না কনো পেসা কাজ কোরে না বারি তে মায়ের সাথে থাকে। তাহলে তাকে কি পোমান দিয়া লাগবে। একটু বোলবেন
Nice videos, expecting more beautiful beautiful videos. All the best.
Thanks bhai
আমি তো প্রবাসী। সে ক্ষেত্রে আমি কি পেপারস দিবো?
Tourist visar jonno apply korle 2 years er babyr 17 masher bacchar passport lagbe???
bank ar E-Statement dile ki hobe?
Assalamualaikum vai India visit visa jayar por aste somoy Portugal family visa Stamping korle airport o problem hobe
মনে হচ্ছে স্যটেলাইট মহাদেশ এর ভিসা আবেদন হচ্ছে।
ফালতু নিয়ম ।
ভাই পাসপোর্ট ভিসা ছাড়া কতবার ভারত ভ্রমন করছি, পাকিস্তান ও নেপাল মায়ানমার ইত্যাদি দেশে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভ্রমন করছি
ভারতে যাব কোথায় যাব এরকম কোন ঠিকানা বিষয়ে দেওয়া লাগে??
আমি যদি ব্যাংক ইস্টেট ম্যান ডলার ইন্টুস করে ভিসার জন্য এপ্লাই করি তাহলে কি সমস্যা হবে
ফরম পূরণে ভুল হলে সেটা ঠিক করার উপায় কি…
আমার একটি হাতে লেখা পাসপোর্ট ভিসা সহ আছে। নতুন ই-পাসপোর্ট করেছি সেখানে পুরাতন পাসপোর্টের তথ্য নাই। ভিসা আবেদনে কি হাতে লেখা পাসপোর্ট সংযুক্ত করতে হবে?
Many many thanks brother for your information
ধন্যবাদ ভাই
Bil copi ta ki porishodh lagbe
Indian Visa hariya gele passport Indian visa Indian Visa
পাসপোর্টএর জেকুনু ২টাপেইজ খালি থাকতে হবে?
আচ্ছা আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কি আমার আম্মুর পাসপোর্টের ভিসার আবেদন করা যাবে?