#metro #metro_rail_in_dhaka #মেট্রোরেল

মেট্রোরেল চলছে ফাঁকা, বাহিরে এ সিরিয়ালের শেষ কোথায়? কেন মানুষ উঠতে পারছে না?? | Metro Rail Journey

#metro_rail_in_dhaka #Metro_Rail_Opening

plz subscribe my channel. channel link: https://www.youtube.com/c/RayanBinAmin

39 Comments

  1. মেট্রোরেল কতৃপক্ষ চাচ্ছেনা মেট্রোরেল ভরে সবাই উঠুক সেটা হবে মার্চ থেকে কারন এটাই যে মেট্রোরেলের এটা ্ও একটা ট্রায়াল চলছে অল্প যাত্রী নিয়ে !! এটা আগে বুঝতে হবে ! কে অধৈয্য হচ্ছে কে রেগে যাচ্ছে এগুলো ফালতু বিষয়কে সামনে আনবেন না বুদ্ধি থাকলে !! এতদিন ট্রায়াল হয়েছে ফাকা ট্রেন দিয়ে এখন হচ্ছে অল্প যাত্রী দিয়ে এবং একই সাথে মানুষকে পুরো সিস্টেমের সাথে অভ্যস্থ করা হচ্ছে !! সব মনের সাধ মিটানোর জন্য মার্চ পর্যন্ত াপেক্ষ করতে হবে তখন সব স্টেশন অন হলে সব জায়গা থেকে টিকিট কাটা যাবে তখন সমস্যা হবে না !! চিন্তা করা শিখুন !! নিজের স্বার্থে চিন্তা করা বাদ দিন !!

  2. দাদা তুমি বাস এর ভিডিও করো প্লিজ, আমি ইন্ডিয়া থেকে বলছি 🙏🙏🙏🙏🙏🙏

  3. এটা কোন ধরনের ট্রেন চালু করা হলো বিশ্বের বিভিন্ন দেশে ২৪ ঘন্টা ট্রেন চলে আর আমাদের দেশে ঘন্টার হিসাব,কবে হবে ডিজিটাল হিসাব

  4. টিকেট কাউন্টার বাড়াতে হবে, আর টেন চালাতে হবে কম করে হলেও বার ঘন্টা।

  5. অতিসত্তর এই সমস্যার সমাধান করতে আবেদন জানাচ্ছি।

  6. টিকিট বিক্রয় মেসিন মনে হয় ভারত থেকে আমদানি করা হয়েছে। একশত টাকার জিনিস এক লাখ দিয়ে ক্রয় করিলে এ রকমেই হবে।

  7. সব স্টেশন গুলো চলু হয়ে গেলে ঠিক হয়ে যাবে

  8. নির্মানাধীন স্টেশন গুলো চালু হলে আশা করছি চাপ কমে যাবে ইনশা আল্লাহ।

  9. 🇧🇩🇧🇩 ভাইজান জন্ম নেওয়ার পরে আপনি যেমন বসতে, দাড়াতে বা হাটতে পারতেন না! দৌড়ানোর কথাতো চিন্তাই করা যায়না! মেট্রোরেলের অবস্থা ও তাই! মনে রাখবেন বিভ্রান্তিমুলক তথ্য দিয়ে এবং নেগেটিভ রিপোর্টিং করে জনগনকে বিভ্রান্ত করা অনৈতিক ও অপরাধ! দাদা গিরি রিপোর্টিং দেখাতে যাবেন না! 🇧🇩🇧🇩

  10. মেট্রোরেল যখন প্রতিটি স্টেশনে থামবে তখন মেট্রোর ভিতরে এইরকম খালি থাকার কোন সুযোগ থাকবেনা,তবে টিকেটের ব্যবস্থায় আর গতি আনতে হবে ধন্যবাদ ✌️🇧🇩

  11. আকামা লোক বেশি। বিনোদনের জন্য আসছে । এদের জন্য ভিড় বেশি

  12. আবাল বাঙ্গালী আর আবাল তার ব্যাবস্থাপনা।

  13. কলকাতায় এই মেশিন গুলো আছে, খুব easy টাকা সহজেই নিয়ে নেয়।
    টিকিট কাউন্টার বাড়াতে হবে

  14. This is new metro system for Bangladesh. It requires more time. Media always make issues about the whole thing.

  15. as salamualaikum owa rahmatullahi owaba rakatuhu , allah amader sobayke neck hayat dan korun ameen , masha allah khub sundor amader desh mertote probesh korlo alhamdullah prothome aktu somocha hobe pore thik hoye jabe in sha allah . aponader koster karone amora vedio dekhte pai alhamdullah ami spain theke dowa korben bhaijan ,

  16. মেসির খারাপ করে, টাকা চুরি করার ধান্দা 😁😁😁😁😁😁😁

  17. ত্রই র্দুনীতি দেশের কথা আর বলাজাবেনা ! কাজ পারেনা মাশে অনেক টাকা বেতন নিবে ৷

  18. ভাই ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কালনা ব্রিজ হয়ে নড়াইল যশোর রোডে একটা ভিডিও চাই আপনার কাছে

  19. বিমানে ও ট্রেনে টিকেট নেই কিন্তু বিমান খালি যাচ্ছে

  20. সরকারের নাই বিদ্যুৎ। কি দিয়ে ফুল ক্যাপাসিটিতে ট্রেন চালাবে?

  21. যারা ছবি তুলেছে এক বছর পর তাদের ছবিগুলো মূল্যহীন হয়ে যাবে 🤣

  22. সব জায়গায় আমলাদের যন্ত্রণা। এই আমলারা কি পরিকল্পনা নিয়ে এই প্রকল্প গুলো লাভজনক করা যায় সেই চিন্তা না করে, কিভাবে পদ্ধতি জটিল করা যায় সেটা নিয়েই ব্যস্ত থাকেন।

  23. এই রিপোর্ট / ভিডিও মাধ্যমে বুঝা যাছে মেট্রো রেলের অব্যবস্থাপনা। 😠😠😡😡

  24. ভাই বাংলাদেশির আসল খোরাক ত দেন নাই । আসল খোরাক ( ঘুষ ) । আওয়ামী সরকারকে টিকিয়ে রেখেছে প্রশাসন , আর প্রশাসন কে টিকিয়ে রেখেছে ঘুষ। তাই ঘুষ ছাড়া কোন ডিজিটাল স্মার্ট ই কাজে আসবেনা ।

Write A Comment