সুলতানি আমলে প্রশাসনিক কেন্দ্র ছিলো মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের নগর কসবা। পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর কল্যাণে সেই সময় এখানে গড়ে উঠেছিলো বিরাট ব্যবসা কেন্দ্র। জমিদারদের পাশাপাশি ধণাঢ্য ব্যবসায়ীরা এখানে সুরম্য অট্টালিকা নির্মাণ করে বসবাস শুরু করেন। এই নগর কসবা তখন ছিলো এক সমৃদ্ধ নগরী।
সেই সময় প্রশাসনিক কেন্দ্রকে কসবা বলা হতো। যা অনেকটা বর্তমানের থানা বা জেলা’র মতো। সুলতানি আমলের পরে মোগল আমলে এসেও কসবা’র কার্যক্রম থেকে যায়। মোগল আমলে ভারতবর্ষে প্রায় ৩৭টি কসবা ছিলো, এরমধ্যে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের এই নগর কসবা অন্যতম। মোগল আমলের শেষের দিকে এসে এই নগর কসবা গুরুত্ব হারিয়ে ফেলেছিলো। তবে ঔপনিবেশিক আমলে এসে আবারো নতুন করে প্রাণ ফিরে প্রায় এই পুরাতন নগরী।
এই সময়ে এখানে নতুন ভবন নির্মাণের পাশাপাশি সুলতানি আমলের ভবনগুলোর ব্যাপক সংস্কার হয়।
১৯৪৭ সালে দেশ ভাগের পরই মূলত হারিয়ে যায় নগর কসবার জৌলুস। এ সময় এখানকার অধিকাংশ পরিবার সুরম্য অট্টালিকা ফেলে কলকাতায় চলে যায়। বাকি যারা ছিলেন, তাদেরও সিংহভাগ ব্যবসা-বাণিজন্য সবকিছু ফেলে ভারতে চলে যান একাত্তরের মুক্তিযুদ্ধের সময়।

Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com

#nagar_kasba #munshiganj #নগর_কসবা #মুন্সিগঞ্জ

35 Comments

  1. ভাই ভাওয়াল রাজার রাজবাড়ী দেখতে চাই

  2. খুব ইচ্ছা হয় যদি আপনার সাথে ভ্রমন করে লোকেশান গুলো ঘুরে দেকতে পারতাম। কিন্তু সময় নাই।

  3. Munshiganj er Abdullahpur Union e Pal bari ace sekhane onk guli puraton vobon ace & onnk chobir shutting kora hoy. Giyr dekhbn asa kori sobar valo lagbe.

  4. আমার মনে হয় না এরাই বাড়ির মালিক কেন যদি মালিক হত তাহলে এভাবে নষ্ট করতে দিত না অবশ্যই বাড়িগুলো যত্ন নিত

  5. Mr sumon you are a nice globetrotter with a good knowledge of how to present a particular historical place in an interesting manner. I would like to inform that if you ever try to make videos in Kolkata West Bengal you are cordially welcome to my place so that I can take you to places of interest around Kolkata and other places (like North 24 parganas). You are always welcome to my house. I will be happy if you give some thoughts to my words. Thank you.

  6. সুমনের উপস্থাপনা খুবই সুন্দর। আরো একজন নারায়ণগনজের উপস্থাপক। ভালো লাগলো।

  7. বাংলার মানুষের মনে তার ইতিহাস নিয়ে কোন উৎসাহ নেই। বাঙ্গালী এখন এক "দিন আনি দিন খাই" জাতিতে পরিণত হয়েছে

  8. What a shame our history is crumbling away and dying. And our government is sleeping on the job

  9. হয়তোবা একদিন এই ভবন গুলো ধ্বংস হয়ে যাবে, আপনার কষ্টের মাধ্যমে এই স্মৃতি বিজরিত ভবন গুলো পরবর্তী প্রজন্ম দেখতে পারবে,অসংখ্য ধন্যবাদ ভাই

  10. আহা আফসোস,লক্ষীবাড়ী আছে নাই শুধু লক্ষী

  11. আমিও একটা রাজপ্রাসাদ বানাতে চাই! কিন্তু পরবর্তীতে অযত্নে অবহেলায় সেই রাজপ্রাসাদ এভাবেই নষ্ট হয়ে যাবে! তাই আর বানাতে মনে সায় দেয় না….

  12. Thanks for showing glorious past of undivided Bengal. I am an Indian born and staying in West Bengal, your video makes us nostalgic it is fantastic work. Both the country should make an effort to have citizen to citizen cooperation to renovate and keep the history alive.
    After all it is a fantastic work.

  13. ai barite jani poddar barir koto shopno chilo protidin dhup dhuno dewa hoto pujo hoto tulshi monchey prodip jolto shonkho dhoni bajto but hay poddar barir manushgulo kolkatay chole geche shudhumatro pran bachate

  14. জাপানীরা বহু পুরনো জিনিস সংরক্ষন করে রাখে ইতিহাস তৈরি করার জন্য

  15. এখানে সনাতন তথা হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করতো।

  16. সুমন ভাই, আমি ভারতবাসী; আপনার একজন ভক্ত। আপনার ভিডিওগুলো নিয়মিতভাবে দেখি। খুব ভালো লাগে। আপনি মানুষটা ভীষণ ভালো।
    আমি একজন প্রাচীন অনুরাগী মানুষ। তাই এধরণের ঐতিহ্যবাহী স্থাপত্যের উপর আমার গভীর অনুরাগ। মনকে নাড়া দেয় আর চরম আশ্চর্য হয় দেখে।
    আপনার কাছে আমার অনুরোধ রইলো একবার ভারতে এসে ভারতের এলোরা গুয়ায় অবস্থিত কৈলাশ মন্দিরটি নিয়ে অনুসন্ধান করে বিস্তারিত ভাবে একটা ভিডিও বানান..!
    ইতি,
    আপনার অনুরাগী-
    সুমন ঘোষ

Write A Comment