#パノラマ
#couplevlogsjapan
#niigata
Nayeema Ebrahim’s Vlogs
জাপানের নিগাতা জেলার তোকামাচি নামক স্থানে কিওৎসু নদীর পার ঘেষা এই কিওৎসু জর্জ।
যা আগ্নেয়গিরি বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে।
১৯৪১ সালের এপ্রিল মাসে এই জর্জ টিকে প্রাকৃতিক স্মৃতিসৌধ হিসাবে আখ্যায়িত করা হয় এবং ১৯৪৯ সালে এটিকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষনা করা হয়।
জর্জের পাশে জন সাধারনের হাটার পথ ছিলো যা নিরাপত্তার জন্য ১৯৮৮ সালে বন্ধ করে দেওয়া হয় এবং ১৯৯৬ সালে ৭৫০ মিটার দৈর্ঘের একটি টানেল তৈরি করা হয় যাতে সবাই এই জর্জ এর সৌন্দর্য উপভোগ করতে পারে।
Destiny by ASHUTOSH Creative Commons — Attribution-ShareAlike 3.0 Unported — CC BY-SA 3.0 Free Download / Stream: Music promoted by Audio Library
AloJapan.com