Krishnanagar Tour ||খুঁজে পেলাম গোপাল ভাঁড়ের আসল ছবি 😱|| Gopal Bhar House | কৃষ্ণনগর রাজবাড়ী
আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো গোপালভারের আসল ছবি। গোপাল ভার তথা মন্ত্রী মশাই পীর সাহেব এছাড়া বিজ্ঞানী সকলে এই রাস্তা দিয়ে কিন্তু রাজভবনের মধ্যে প্রবেশ করে যেতেন। গোপালভড় আমরা যে কার্টুনে দেখি সেটা কিন্তু গোপাল ভাড়ের আসল ছবি না। বহু ইতিহাসকে বহন করে রেখেছে এই গাছ। এই যে গাছ এই গাছের সম্পূর্ণটা কিন্তু ভেতরে একদম ফাঁপা হয়ে গেছে। গোপাল ভাড়ের গল্পের সেই দিঘি যেখানে মহারাজা কৃষ্ণচন্দ্র মাছ ধরতেন কিন্তু তার অবসর সময় কাটানোর জন্য। এই হচ্ছে রাজবাড়ির সেই দিঘির পাড়। এইখানে কিন্তু রাজবাড়ির সদস্যরা স্নান করতে আসতেন। হচ্ছে রাজপ্রাসাদ। >> 350 বছরের >> গোপালভারের আসল ছবি। হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমার পেছনেই হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের এই রাজবাড়ি। আর তার সামনেই এই গোপাল ভারের সেই বৃক্ষ আজ পর্যন্ত অটুটভাবে কিন্তু রাজবাড়ির সামনে সব ইতিহাসকে বহন করে রেখে দিয়েছে। আগের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছিলে। বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখেছো। বাংলাদেশ থেকে সবথেকে বেশি মানুষ দেখেছো এবং অনেকে জানতে চেয়েছিলে রাজসভায় যত মানুষজন আসতেন একেকজনের ক্যারেক্টার ছিল তাদের বাড়ি কোথায় প্রত্যেকের বাড়ি না এই মুহূর্তে খুঁজে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার আর আমি যে ভিডিওগুলো করেছি গোপালভারের বাড়ি মন্ত্রীর বাড়ি আমি শুধু খোঁজার চেষ্টা করেছি কৃষ্ণনগর থেকে অনেকে ভিডিও দেখেছেন অনেকে ভালোবাসাও দেখিয়েছেন আমাকে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো গোপালভারের আসল ছবি কৃষ্ণনগরে এমন একটি মহান ব্যক্তি আছে যার সাথে আমার পরিচয় হয়েছে এবং তার কাছে গোপালভারের আসল ছবি আছে। আমরা যে কার্টুনে দেখি সেটা কিন্তু গোপাল ভারের আসল ছবি না। গোপালভারের আসল ছবি দেখতে আমি আবারো চলে এসছি এই রাজার শহর কৃষ্ণনগরে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। যেহেতু কৃষ্ণনগরে আরো একবার এসেছি সেই কারণে রাজভবনের সামনে তো আরো একবার আসতেই হবে। কারণ যতবার কৃষ্ণনগরে আসি রাজভবনের সামনে না এলে নস্টালজিক অনুভূতিটা কিন্তু হয় না। আমার সামনেই দাঁড়িয়ে আছে সেই গোপাল ভারের গল্পের বিখ্যাত পুরনো সেই ঐতিহাসিক গাছ যা এখনো পর্যন্ত অটুট হয়ে আছে। যা সাক্ষী রেখেছে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজভবনে যারা প্রবেশ করতেন ঠিক এই রাস্তা দিয়েই। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজভবনে একে একে সকলে প্রবেশ করতেন। গোপাল ভার তথা মন্ত্রী মশাই পীর সাহেব এছাড়া বিজ্ঞানী সকলে এই রাস্তা দিয়ে কিন্তু রাজভবনের মধ্যে প্রবেশ করে যেতেন। সামনেই রয়েছে বিশাল রাজভবনের সদর গেট যার উপরে দুটো সিংহ এবং ওপরে দেবীর মূর্তি। এইদিকের যে জায়গাগুলো দেখা যাচ্ছে এইখানে প্রহরীরা পাহারা দিতেন রাজভবন এবং রাজ পরিবারকে। আর তার পাশেই এই পুরনো বৃক্ষ যা এখনো পর্যন্ত দারুণভাবে কিন্তু রয়েছে। বহু ইতিহাসকে বহন করে রেখেছে এই গাছ। এই গাছের মধ্যেটা পুরোপুরি একদম ফাঁকা। এর আগের যে কটা ভিডিও দেখিয়েছি প্রত্যেকটা ভিডিওতে আমি এই গাছের মধ্যে এসেছি। এই গাছের মধ্যে আসার একটা কারণ হলো এইখানে যখন তোমরা আসবে না মানে কৃষ্ণনগরে যারা ঘুরতে আসবে এই রাজভবনের সামনে অবশ্যই একবার কিন্তু এসো। অনেকে আমার থেকে জানতে চেয়েছিলে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজভবনের ভেতর ঘুরে আমাদের সবকিছু দেখাও। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজভবনে দর্শকদের কিন্তু সবসময় প্রবেশের অনুভূতি থাকে না। তিনটে সময় থাকে বছরে। একটা হচ্ছে 12দলের মেলা, জগদাত্মী পূজো আর দুর্গাপূজো। এই তিনটে সময় কিন্তু দর্শকদের জন্য রাজভবন খোলা থাকে। তখন কিন্তু তোমরা এসে ভেতরে ঘুরতে পারবে। আর এই যে গাছ এই গাছের সম্পূর্ণটা কিন্তু ভেতরে একদম ফাফা হয়ে গেছে। কিন্তু এই গাছ কিন্তু এখনো শক্ত। বহু পাখির বাস এই গাছে কারণ এই গাছে একটা সময় পুটি ট্যাপা নেপলা সকলে কিন্তু খেলা করতেন এবং গোপাল ভারও এই গাছের নিচে কিন্তু আশ্রয় নিতেন, বসতেন। না জানি কত ইতিহাস জড়িয়ে আছে এই গাছের সাথে। অনেকে আমার আগের ভিডিওতে কমেন্টটা করেছিলেন যে আমি কৃষ্ণনগর থেকে তোমার ভিডিও দেখছি। তোমার ভিডিওতে এই জায়গাটা হয়তো তুমি ভুল বলেছো। মানে আমি যে ওই দূরে গাছের নিচে আমি একটা ভিডিওতে বলেছিলাম ওর পাশেই গোপালভার এবং গোপালভারের বউ এই গাছের নিচ থেকে ওই পাশে যে পুকুর আছে ওইখানে বাসুন হাসুন মাছ দেন এরম বলেছিলাম। আমি যে সবকিছুতে ঠিক এটাও না। আমি যতটা জানতে পারি ততটাই আমি শেয়ার করার চেষ্টা করি। এমন না যে আমি সবকিছু জানি। Googleুগল থেকে কিছুটা সংগ্রহ করি এবং এখানকার মানুষদের থেকে জেনে আমি তবেই তোমাদের সামনে সবকিছু তুলে ধরার চেষ্টা করি। তা আমার ভিডিওতে কিন্তু ভুল ত্রুটি থাকবেই। ভিডিও যারা দেখছো যদি ভালো লাগে কিংবা খারাপ লাগে কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার কিন্তু করতে ভুলো না। রাজভবনের সামনে আরো একবার তোমাদেরকে নিয়ে এলাম এবং উঠছে হিন্দুত্বের পতাকা। একদম রাজভবনের উপরে। দারুন কিন্তু নস্টালজিক ব্যাপার। এই রাজভবনের সদর গেটের সামনে এসে দারুন লাগছে। আট থেকে আসি আমরা গোপাল ভারের গল্প সকলে ভালোবাসি। সেটা তোমরা অনেকে বলেছ কমেন্ট বক্সে। দারুন লেগেছে আমার। তা আজকে আমি যেই মহান ব্যক্তির বাড়ি যাব তিনি কিন্তু এখানকার কাউন্সিলর ছিলেন। 45 বছর তিনি কাউন্সিলর ছিলেন। আমি কিছুদিন আগে একটা সুন্দরবনের ভিডিও ছেড়েছিলাম। সেই সুন্দরবন ভ্রমণে আমার দেখা হয়েছিল এখানকার বাসিন্দা বাপ্পাদার সাথে। সে বাপ্পাদার থেকেই আমি তার সবকিছু সন্ধান পেয়েছি। তার সাথে কন্টাক্ট করেছি। তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই কারণে আরো একবার কৃষ্ণনগরে আসা। এখন আমি চলে এসছি রাজভবনের ঠিক পেছন দিকটায়। রাজভবনের কিন্তু এই সমস্ত জায়গাটা রাজভবনের কিন্তু প্রপার্টির মধ্যেই কিন্তু পড়ে। এবং এই যে ঘরগুলো রাজভবনের ভেতরে যারা কাজ করতেন তাদের জন্য কিন্তু করা হয়েছিল এরম ছোট ছোট ঘর। এখন এইখানে বেদেরা থাকেন। এবং এইদিকটা থেকে গেলেই পড়বে হচ্ছে দিঘি। যে কৃষ্ণচন্দ্রে যে মাছ ধরতেন গোপালভার গল্পে যে দেখা যায় সেই দিঘিতে বসেই কিন্তু তিনি মাছ ধরতেন এবং এই দিঘিটা হচ্ছে রাজভবনের ঠিক পেছন দিকেই অবস্থিত গোপাল ভাড়ারের গল্পের সেই দিঘি যেখানে মহারাজা কৃষ্ণচন্দ্র মাছ ধরতেন কিন্তু তার অবসর সময় কাটানোর জন্য বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই দিঘির সামনে যেইখানে গোপালভারের গল্পে মহারাজা কৃষ্ণচন্দ্র সঙ্গী গোপালভারকে নিয়ে কোনদিন সাথে মন্ত্রী মশাও থাকতেন এই দিঘিতেই কিন্তু তিনি মাছ ধরতেন। এই হচ্ছে সেই দিঘি। ঠিক রাজভবনের পেছন দিকেই কিন্তু এই দিঘি অবস্থিত। এই হচ্ছে সেই দিঘির পাড়। 1700 খ্রিস্টাব্দে যে জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছিল এখানে কিন্তু রাজবাড়ির সদস্যরা স্নান করতে আসতেন। একটা বহু পুরনো বটগাছ আছে এবং এইদিক থেকে ভেতরে প্রবেশ করতে হয়। না >> এই হচ্ছে সেই পুরনো দিঘির পাড় যেইখানে রাজ পরিবারের সদস্যরা স্নান করতে আসতেন কিন্তু সেই 1700 খ্রিস্টাব্দের ইট এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাকভাবে রয়েছে কিন্তু যেহেতু বহু বছরের পুরনো এই জায়গাটা কিন্তু প্রায় ধ্বংসের মুখে উপরের দিক ছাদটা পুরোপুরি ভেঙে গেছে কিছু কিছু জায়গা কিন্তু এখনো আছে এইখানে এলে তোমরা একদম রাজ বাড়ির পেছনের দিকটাই কিন্তু এই জায়গাটা পড়ে তোমরা ভিজিট করতে পারবে এই জায়গায় দিঘির যে স্নানের ঘাট সেটা তোমাদের দেখানোর পর একটা টোটো পেয়ে গেছি ঘুন্নি যাওয়ার জন্য। উঠে পড়েছি এখানকার বাসিন্দা স্বপন কাকুর টোটোতে। এনার থেকে এখন কৃষ্ণনগরের অনেক ঐতিহাসিক ব্যাপার শুনছি। কাকু ওইটা কি বলছিলেন? ওই যে বুড়িমার বিষয়টা। কিভাবে নামটা এসছে? >> ওই বুড়িমা রাজার স্বপ্নের ঠাকুর। >> স্বপ্নের ঠাকুর। বুড়িমা স্বপ্নে। >> আচ্ছা মানে উনি চাচাপাড়া উনি ভদ্রলোক। স্বপ্নে পেয়েছিল মানে আছে হচ্ছে মানে রাজবাড়িতে ওইটা মানে পূজো হয় ঘোড়ার মানে বাহন দিয়ে মানে জগাত্তি পূজো আচ্ছা আপনার ওই পূজোটা হয় >> তারপর থেকে >> তারপরে ও চাচাপড়ায় ভদ্রলোক ওই শব্দটা পেয়েছিল জগত পূজো রূপে সেই পূজোটা হয় পুরিমার রূপে পূজটা হয় >> আচ্ছা আচ্ছা হয় এই কৃষ্ণনগরে যেমন জগদী পূজো কিন্তু খুবই বিখ্যাত আর যে পুরিমার যে ওইখানে একটা মন্দির আছে ওই বিষয়টাই কিন্তু এখানে একটা চাচা মানে স্বপ্নে দেখেছিলেন যে এরম বুড়িমার জগদাত্মী পূজো এরম দেখেছিলেন সেই থেকেই কিন্তু বুড়িমার এই নামকরণ করা হয়েছে এরম পূজো করা হয় বুড়িবার এই বিষয়টা কিন্তু জানতে পারলাম এইবারে এসে এই রাস্তাতে যেটা তোমরা দেখছো এটা কিন্তু বহুবার আমি এই রাস্তা দিয়ে গেছি ঘূ্ণির দিকে তো এই মুহূর্তে আমি পৌঁছে গেছি সেই ব্যক্তির সামনে যিনি আমাকে আজকে গোপালভারের বিষয়ে অনেক কিছু তথ্য দিচ্ছে হচ্ছে অসিত বাবু যাকে আপনারা দেখছেন ইনি কিন্তু গোপাল ভারকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর কিছু তথ্য নিজের কাছে রেখে দিয়েছেন। একটু আপনি যদি বলেন গোপালভারের বিষয়ে এখানে বাড়ি ছিল >> বিষয়ে আর কিছুই নয়। এই যেখানে আপনি বসে আছেন >> এখুদা 300 বছর আগে জন্মের যখন হয় তখন এখানে মাত্র 200 থেকে 250 জন লোক বাস কর। >> 200 থেকে 250 জন লোক বাস করতো। >> আজকে সেখানে 40000 লোক বাস কর। >> আচ্ছা। সেই তখনকার দিনে যারা ব্রাহ্মণ ছিল তারা গোপাল ভারকে বাবাকে >> বাবুকে হ্যা >> আচ্ছা মানে >> আচ্ছা গোপালভারের >> বাবা >> আচ্ছা >> তিনি শান্তিপুর থেকে আসে >> আচ্ছা গোপালভাড়ের কি বাবা শান্তিপুর থেকে আসতেন >> থেকে আসে এই নদী আমাদের খরিগঙ্গার ওখানটাই প্রথমে অবতীর্ণ হয় >> আচ্ছা একজন ওখানকার নামিষ্ট ব্রাহ্মণ >> আচ্ছা >> তার সঙ্গে দেখা হয় দুর্গাচরণ লাহি >> দুর্গাচরণ লাহি >> আচ্ছা আচ্ছা >> এই দুর্গাচরণ লাহির সঙ্গে দেখা হার পরে দুর্গাচরণ লাহি বলে এত বেলায় তোমরা কোথা থেকে আস >> আচ্ছা >> ও তখন বলে যে আর জাতিতে তোমরা কি >> আচ্ছা >> যেই শুনেছে জাতিতে না >> আচ্ছা >> তখন নির্বাচন বাবু একটু অবহেলা শুনে সে বলল >> হুম >> দেখো প্রণাম করতে যাওয়ার সময় বলল আমাকে প্রণাম করো না >> আচ্ছা >> হাজি হলো তো অন্য যা >> হ্যাঁ >> তা বলল আমি জল খেতাম বলল এই নদী আছে নদীতে গিয়ে জল খে আমাদের আজকের মত টিউব >> হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ছিল না ছিল না >> নদীর জলই ব্যবহার করতো >> আচ্ছা >> আর ঘূর্ণি হয়ে গেছে বলে >> আচ্ছা >> অর্থাৎ নদীটা ঘুরে গেছে বলে এর নাম ঘূর্ণি হ >> আচ্ছা আচ্ছা এই ঘুনিতে ওখানে জল করে এসে বলল দেখো তোমরা এখানে বেশি থেকো না এখানে নেকর উৎপাত আছে >> আচ্ছা ওইখানে তো তখন বলব আমরা কোথায় যাই বলুন পরন্ত বেলা আমার সঙ্গে আমার স্ত্রী আছেন বলে এক কাজ করো তোমরা বা এইদিক দিক সোজা বাগানের মধ্যে দিয়ে রাস্তা আছে ওইখানটায় তোমাদের সজাতিক্রিবাস আছে। >> আচ্ছা সেই সজাতিদের বাড়িতে যাও। সজাতিদের বাড়িতে যাও। গিয়ে তুমি বলো ওখানে একটা তোমার সোড়া হতো বাড়ি। আস্তে আস্তে যেতে লাগল। দেখা হলো দুজন মুসলিম লোকের সঙ্গে। ওরকম টাইমে একজন মহিলাকে নিয়ে যাচ্ছে একজন পুরুষ চিন্তার বাইরে ছিল ঠিক তার কিছুক্ষণ পরে দেখা হলো শিব হরি বাবুর সঙ্গে একজন শিবতলায় একটা শিব মন্দির করেছিল >> আচ্ছা >> এবং তিনি পরীক্ষা তখন তার ইজের দিয়ে নাই >> দিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠ চেষ্টা করে >> আচ্ছা >> তবেই শিবলিঙ্গ আজকে শিবলিঙ্গ নয় কিন্তু >> আচ্ছা আচ্ছা >> এখন যেন জলেশ্বর দেব আসি না দুর্গাচরণ বাবু বললেন >> হ্যা >> নাবির পাড়ায় যাও >> ওখানে দেখ তোমার স্থান হয় তোমাদের সজাতে আছে >> আচ্ছা আচ্ছা >> সেইজন্য আমি এইখানটায় এসছি >> এই ঘুন্নিতে জায়গায় এসছি >> আচ্ছা >> তখন শিব হরিবাবু বললেন ঠিক আছে যখন এসছো আমি জানি তুমি এক কাজ করো এইদিক দিয়ে সোজা বাগানের মধ্যে দিয়ে রাস্তা আছে ওখানে গিয়ে >> আচ্ছা >> একজন আছে তিনি হচ্ছেন সতীশ মর গোপালভার যথারীতি জন্ম হলো শিবরির কাছে গিয়ে সবাই খবর দিল শিবরি বাবু অর্থাৎ যিনি পূজারী >> আচ্ছা >> তিনি বল নাম আমরা গোপাল >> আচ্ছা >> আর আজ থেকে তুমি খুব ভাগ্যবান গোপাল হবে সবার সেরা >> এক টাকা মাইনে চাকরি হতো >> এক টাকা মাইনের চাকরি করতো গোপাল >> আসে এক টাকা >> আচ্ছা >> আর ওই থাকবার ঘর >> তো উনি ওই বিয়ে দেখাশোনা করতেন আর সতীশুম স্নেহ করতো >> আচ্ছা >> পড়ান পাড়াটা সমের পাড়া >> আচ্ছা প্রামাণিক পাড়া >> মর বলতো গোপাল আস্তে আস্তে যখন বড় হতে লাগলো তখন গোপালের বন্ধুবান্ধব এই বন্ধুবান্ধবদের নিয়ে গোপালের সবসময় যে গোপালের বন্ধুবান্ধবদের যে ওই ব্রাহ্মণরা শুনজরে দেখতো সেই ফটোটা আসল ফটো নয় তার কারণ একটা কিম ভূতকারকে কে রাজা মহারাজা সে ওই জায়গাটায় দিয়ে যেতে পারে না। >> আচ্ছা একটা চেহারার দর্শন তো দরকার। >> এইটা গোপালভারের আসল ছবি। তাইতো একটু দেখি একটু। তো বন্ধুরা এই হচ্ছে গোপালভারের আসল ছবি। গোপালভার আমরা যে কার্টুনে দেখি সেটা কিন্তু পুরোপুরি আসল তার আকৃতি ছিল না শরীরের। এইটা হচ্ছে আসল ছবি গোপাল ভারের। যারা বাংলাদেশ থেকে দেখছো আমার ভিডিওটা অনেকে জানতে চেয়েছিলে গোপালভারের আসল ছবি কিংবা গোপালভারের বিষয় এই হচ্ছে গোপালভারের আসল ছবি >> শুধতায় নয় পুটিয়া রাজবাড়িতে >> আচ্ছা >> এবং আমাদের সুটিয়া রাজবাড়িতে >> আচ্ছা >> ওর অরিজিনাল ফটো থেকে আমরা নিয়ে এসছি >> এই ফটোটা >> সুটিয়া রাজবাড়ি >> সুটিয়া রাজবাড়ি থেকে এই ফটোটা আপনারা কালেক্ট করেছিলেন >> বাগবাজারের কাছে সুটিয়া রাজবাড়ি ওখানে ফট করা হয়েছে >> আচ্ছা করা >> অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম এইবারে আমরা যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে আরো একবার রাজবাড়ির ভেতর থেকে তোমাদেরকে দেখানোর জন্য যাচ্ছি রাজবাড়ির দিকে তা ইনি খুবই ভালো একজন মানুষ গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন এনারই গাড়ি এই গাড়ি করে আমরা এখন যাচ্ছি রাজভবনের দিকে 45 বছর যিনি কাউন্সিলর আছেন তার ব্যবহার আচার আচরণ কথাবার্তা দেখেই বোঝা যায় যে মানুষ কেন ওনাকে এত ভালোবাসে স্নেহ করে। আমরা এখন যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে। দেখি রাজবাড়ির ভেতর থেকে তোমাদের দেখাতে পারি কিনা। পুজোর টাইমে না এই গেট থেকেই ভেতরে এন্ট্রি করতে হয়। তো ওখানে দারোয়ান আছেন উনি কোনভাবেই ভেতরে এলাও করছেন না। আমি একবার তাও তোমাদের এইখান থেকে ভেতরটা দেখাচ্ছি। পিছনে যেটাই >> এই হচ্ছে রাজপ্রাসাদ। 350 বছরের ভিডিও এখানেই কিন্তু শেষ না কৃষ্ণনগরের পরেও আমি যদি কোনদিন আসি কোন যদি তথ্য পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে রাজবাড়ির দেয়াল ঠিক এর ওপারেই হচ্ছে সেই রাজবাড়ি গোপালভারের গল্পের রাজবাড়ি এখন আমি আছি কৃষ্ণনগরের এটা হচ্ছে পোস্ট অফিস মোড় বলে এই জায়গাটাকে এই ক্লক টাওয়ারটা এলে দেখতে পাবে তোমরা আজকে আমার আশা ছিল রাজবাড়ির একদম অন্দরমহলে প্রবেশ করা তোমাদেরকে দেখানোর কিন্তু যিনি ভেতরে দায়িত্বে আছেন দেখাশোনার তিনি আজকে নেই তিনি আজকে কোন কাজের সূত্রে কলকাতার দিকে গেছেন সেই জন্য আজকে আমি তোমাদের রাজবাড়ির ভেতরটা দেখাতে পারবো না এটা হচ্ছে কৃষ্ণনগর পৌরসভা কৃষ্ণনগর জায়গাটা যেমন জমজমাট এখানকার মানুষজনও কিন্তু খুব ভালো মানুষজন বাইরে থেকে এলে খুব ভালোভাবে কিন্তু সকলের সঙ্গে ট্রিট করে এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগরের স্টেশনের কাছে একটা ছোট্ট বাজার মতো বসে। সেই বাজারের মধ্যে থেকে আমরা এখন হেটে হেটে যাচ্ছি স্টেশনের দিকে। এ দেখো কামরাঙ্গা বিক্রি হচ্ছে। সুন্দরবনে খেলাম আমরা। >> এটা কি? এটা এটা কি কাকু? >> ফল বলে। চাটনি খায়। >> চাটনি খায়। এই ফলের। তো ফাইনালি পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনের পাশে। আর এইখানে না যত দূর-দূরান্ত থেকে লরি আছে সব কিন্তু এইখানে দাঁড়ানো থাকে। তা আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই জানিও যে বাংলাদেশের কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসা দেখিও লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। আর অবশ্যই বাংলাদেশ খুব তাড়াতাড়ি যাব। এখনো পাসপোর্ট করতে দেওয়া বাকি। তারপরে ভিসার জন্য এপ্লাই একটু আমাদের এদিকটা ঠিকঠাক হোক। অবশ্যই বাংলাদেশ আসবো। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চাও Instagram আর ফেসবুক এর আইডির লিংক আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। ওইখান থেকে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার এন্ড আজকের জন্য টাটা ফ্রম রাজার শহর কৃষ্ণনগর থেকে। হলো
Krishnanagar Tour ||খুঁজে পেলাম গোপাল ভাঁড়ের আসল ছবি 😱|| Gopal Bhar House | কৃষ্ণনগর রাজবাড়ী
Krishnanagar City || গোপাল ভাঁড়ের বাড়ি, মাটির পুতুল রাজবাড়ী || Gopal Bhar House | Krishnanagar Tour
For business purpose : subhankarkundu999@gmail.com
Instagram :https://www.instagram.com/travelliana_subho/
Facebook :https://www.facebook.com/profile.php?id=100092069326064&mibextid=ZbWKwL
keywords :
gopal bhar, gopal bhar new episode 2023,gopal bhar new episode, gopal bhar new episode 2024,gopal bhar cartoon new, gopal bhar bhoot episode, gopal bhar khawa daowa, gopal bhar in bangla new episode, gopal bhar krishnagar, gopal bhar krishnagar attack, gopal bhar krishnagar nirvachan, gopal bhar house, gopal bhar er bari kothay, gopal bhar er bari krishnagar er kothay, gopal bhar kobe mara gechilen, gopal bhar er bongsodhor, gopal bhar krishnagar mela, gopal bhar house, gopal bhar house in krishnagar, krishnagar rajbari, krishnagar rajbari durga puja, krishnagar rajbari jagadhartri puja, krishnagar rajbari durga puja 2023,krishnagar rajbari rani maa, krishnagar rajbari inside, krishnagar rajbari tour, krishnagar city tour, কৃষ্ণনগর ভ্রমণ, কৃষ্ণনগর রাজবাড়ী, কৃষ্ণনগর থেকে মায়াপুর, কৃষ্ণনগর গোপাল ভাঁড়ের বাড়ি, কৃষ্ণনগর মাটির পুতুল, krishnagar ghurni, krishnagar gurni, krishnagar gurny, krishnagar bardoler mela, krishnagar a bardoler mela kobe hoy, krishnagar a barodoler nela kotodin thake, how you can visit Rajbari /palace of Nadia raja krishnachandra. how to visit locations near rajbari, home of gopal bhar, home of raja krishnachandra roy, ticket to enter rajbari, krishnagar rajbari visiting time proper, barodol mela, the source of anjana river, cost to travel krishnagar and much much more,
#vlog #krishnanagar
#gopalbhar #gopalbharerbari #gopalbharerbarirkhoje #gopalvar #gopalbharotarbari #bangalirgopalbhar #whereisgopalbharhouse #gopalbharvideo #gopalbharvad #krishnagar #nadia #westbengal #hasirrajagopalbhar #gopalvar #travel #minivlog #durgapuja2024 #krishnanagar #krishnanagarrajbari #localtrain #tour #weekendtour #weekendtrip #weekend

34 Comments
রানী দের ছবি দেখাবেন?
অষ্টাদশ শতকে
ক্যামেরা ছিল না
তাহলে গোপাল ভাঁড়ের আসল
পাওয়া গেল কিভাবে
ভিডিও করে টাকা কামাচ্চ কামাও
কিন্তু
যুক্তি দিয়ে বুঝিয়ে বল
আপনি রাজ বাড়িতে ভিতরে ঢুকে ভিডিও দেখান
Bania cond Valo asis naki?
Tumi Kotha beshi bolo.
গোপাল ভাঁড়ের আসল ছবিটা যদি একটু স্পষ্ট দেখাতে তাহলে ভালো হতো। তার কারণ গোপাল ভাঁড়ের ছবি বোঝাই গেল না সে দেখতে কেমন ছিল
Onek valo laglo Dada. ❤❤❤ami aajo gopal vaar dekhi r history feel kori. Bd theke dekhsi 🇧🇩🇧🇩🇧🇩
Dada montri moshai kono bonsho dhor ki ase???
রাজবাড়ীর পিছনে একটা গোপাল ভাঁড়ের বাড়ি রয়েছে
Darun laglo dada 😊❤
Khub bhalo laglo.Krishnagar rajbari ta ekbar dekhbar ichha roilo.
আমি বাংলাদেশ থেকে পতিদিন গোপাল ভার দেখি প্যায় ১০ বছর ধরে। এক দিনও দেখা মিছ করি না
গোপাল আমার খুব। পিয়
❤✈️🇧🇩🇧🇩🇧🇩 আবদুল বাতেন মিয়া। ঢাকা বাংলাদেশ।
বিডিও দেওয়ার জন্য ধন্যবাদ
খুব ভালো লাগলো তোমার ভিডিও গুলো দেখলে মনে হয় জীবন্ত বাংলাদেশ ঢাকা থেকে দেখছি । ❤❤❤😮😮😮🇧🇩🇧🇩🇧🇩
অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশকে সুন্দর করে তুলে ধরার জন্য ❤❤❤🇧🇩🇮🇳🇧🇩
আমি ভুড়ো খাশি আমি গোপাল ভাঁড় দেখতে ভালোবাসি 🇧🇩🇧🇩🇧🇩
গোপাল ভাড়ের নাতি নাতনি রা কোথায় এখন 😂
দাদা বাড়ি আসার সময় ভোলা ময়রার দোকান থেকে মিষ্টি আনবেন 😂
Dada somrat akhbar er kalar volog cai
বাংলাদেশ নাটোর থেকে দেখছি
আমরা গেয়েছিলাম সারাবৎসর রাজবাড়ী প্রায় বন্ধ থাকে যখন কেও যাবেন কখন খোলা থাকে জেনে যাবেন। না হলে শুধু শুধু যাওয়া হবে
গোপাল ভারের কথা শুনলে মনটা কেমন হুহু করে ওঠে
Bangladesh brahmanbaria ❤
কোনো ইউ টিউবার খুঁজে পেলো না হাজার চেষ্টা করেও,তুমি পেয়ে গেলে?
Khub valo khub valo khub valo
বাংলাদেশ লালমনিরহাট জেলা থেকে
আরো একটু কাছে থেকে দেখালে ভালো হতো।
আমি ঢাকা থেকে
নোয়াখালী বাংলাদেশ থেকে দেখছি
Ekhan kar sobai thik e bhalo, ekmatro Mohua Moitra namok Password Business women charra. Ei mohilar nam sunlei krishnangar er lokder upor khob hoy, j ora ki bhool ta korloi. Next sudhre jabe.
Amar bari Krishnagar ei.. But amrao eto kichu jani na… Thanks bhai.. Onekk sommriddho holam
তোমার ভিডিও বরাবরই আমি দেখে আসছি, এই ভিডিওটাও দেখলাম ও বেশ ভালো লাগলো, তবে গোপাল ভাঁড়ের ছবিটা আর একটু ক্লোজ করলে ভালো বোঝা যেত। এগিয়ে যাও, ভালো থেকো।।
সুন্দর ভিডিও খুব ভালো লাগলো দাদা❤❤❤🎉🎉🎉
Bangladesh Dhaka the ke dekse kub valo laglo rajar barer bitor dekte chi
বাংলাদেশ, রংপুর বিভাগ থেকে। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।