মাত্র ৮০ টাকায় ঢাকার রাজপ্রাসাদে! রোজ গার্ডেন প্যালেস কতটা ভাল? || Rose Garden Palace Dhaka

মাত্র ৮০ টাকায় ঢাকার রাজপ্রাসাদে! রোজ গার্ডেন প্যালেস কতটা ভাল? || Rose Garden Palace Dhaka
মাত্র ৮০ টাকায় ঢাকার রাজপ্রাসাদে! রোজ গার্ডেন প্যালেস কতটা ভাল? || Rose Garden Palace Dhaka
মাত্র ৮০ টাকায় ঢাকার রাজপ্রাসাদে! রোজ গার্ডেন প্যালেস কতটা ভাল? || Rose Garden Palace Dhaka

———————————————-
Facebook Page Link : https://www.facebook.com/profile.php?id=61578940404073

———————————————-

রোজ গার্ডেনের ইতিহাস
———————————————-
———————————————-
এই বাড়ীটির ইতিহাস জানতে হলে জানতে হবে ঋষিকেশ দাশের কথা … ঋষিকেশ দাশ মূলত ব্রিত্রিশ আমলে নব্য ধনী ব্যবসায়ী ছিলেন … তবে সাধারণ পরিবার থেকে উঠে আশার কারনে ঢাকার খান্দানি পরিবার গুলোতে তেমন কোনো পাত্তা পেতো না ঋষিকেশ দাশ ………
তবে কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চোদ্দুরীর বাগান বাড়ির বর্তমানে যা বলদা গাদেন নামে পরিচিত …সেখানের এক জলসা ঘরে খুব খারাপ ভাবে অপমানিত হয় … আর সেই অপমানের বদলা নেবার জন্যই তিনি এই বাড়িটি ১৯৩১ সালে নির্মাণ কাজ শুরু করেন … বাড়িটির সামনে যে বিশাল বাগান রয়েছে তখন এই বাগানে শুধু গোলাপ গাছ ছিল … আর তখন এই গোলাপের কারনেই এই বাড়িটির নাম হয়ে যায় রোজ গার্ডেনের
তবে নব্য ধনী ব্যবসায়ী হবার কারনে এই বাড়িটি সম্পূন নির্মানের আগেই ঋষিকেশ দাস আথিক ভাবে দোলিয়া হয়ে যায় … যার জন্য ১৯৩৭ সালে খান বাহাদুর নামে এক ব্যক্তির কাছে এই বাড়িটি বিক্রয় করে দেন তিনি … তবে খান বাহদুরের মৃত্যুর পর এই বাড়ীটির মালিকানা পায় তার ছেলে হুমায়ুন সাহেব … যার জন্য এই বাড়ীটি অনেকে কাছে আজও হুমায়ুন সাহেবের বাড়ি নামে বেশ পরিচিন …
প্রাচীন জমিদার বাড়ীর পাশাপাশি রাজনোতিক ইতিহাস জানতে গেলেও এই বাড়ীটি গুরুত অনেক, এক সময় ক্ষমতায় থাকা আওয়ামীলীগ পাটির জন্ম কিন্তু এই বাড়ীতেই …১৯৪৯ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃতে এই বাড়ীতেই তখনকার পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় , যা পরে আওয়ামীলীগ নামে পরিচিতি পায়

———————————————-
———————————————-

——————————————————————————————–
——————————————————————————————–

#Rose Garden Palace #রোজ গার্ডেন প্যালেস #Puran Dhaka

49 Comments

  1. পাশে লাল বিল্ডিং যে দেখতে পাচ্ছেন সেটাই আমার বাসা এখানে কিছুই নাই দেখার মত

  2. ভাই আগে আপনার উচ্চারণ ঠিক করেন, আপনার উচ্চারণ এর অবস্থা তো খুবই শোচনীয় 😰আর রিশকা না রে ভাই বলেন রিকশা… 🥹

  3. ধন্যবাদ আপনাকে। খুব ভালো লেগেছে।

    সালেক ভাই। পুরাতন ঢাকা।

  4. এই বিল্ডিং এর পাশেই ছিলাম দীর্ঘদিন তখন পরিত্যক্ত বাড়ি বলে মনে হতো, কখনো সরাসরি গিয়ে দেখা হয়নি

  5. আসসালামু আলাইকুম ভাইয়া আপনার ভিডিও এবং ভয়েস ওভারগুলো আলহামদুলিল্লাহ ভালো হইছে তাই যদি আপনি আমাকে অনুমতি দিন তাহলে আপনার ঐ কথাগুলো আমি আমার মতো করে একটু কাজে লাগাতে চাই 🙏

  6. আপনার বাংলা উচ্চারণ সঠিক নয়। আপনি "জানালা" কে বলছেন "জালানা", আর "শরীর" কে বলছেন "শরীল" এবং চ্যানেল কে বলছেন চ্যালেন। এই গুলি ঠিক না।

  7. আমার দেশের রাক্ষস জনগন সুযোগ পেলে সব চুরি করে নিয়ে যাবে। এরা ইতিহাস বোঝে না।

  8. আলহামদুলিল্লাহ ভীষণ ভালো ভিডিও আমার ঢাকা শহর।❤❤❤

  9. ভিডিওতে ঠিকানা সঠিক ভাবে বলা নাই। কেউ কি বলতে পারবে।আমি পুরোনো ঢাকার

  10. আমাদের বাসার পাশের রোজ গার্ডেন
    অনেক সৃতি আছে আমাদের এখানে

  11. ভাই মানুষকে রোজ গাডেনে আশার ইনফরমেশন ভুল দেন কেন,এটা কি কথা বলেন যে ঢাকার যে প্রান্তো থেকে আসলে প্রথমে সায়াদাবাদে আসতে হবে এটা কি বলেন। আরো বললেন ছায়া ঘেরা কোন গাছ আছে যে ছায়া দেবে,আগে ছিল ছায়া ঘেরা এখন এগুলি কাইটা মরুভূমি বানাইছে,আগেই সুন্দর ছিলো এখন মুরুভুমি।

  12. Rose garden না বলে হুমায়ান সাহেব এর বাড়ি বলবেন। তাহলে সহজেই যেতে পারবেন।👍

  13. মহিলার ছবি দুটি ঋষি কেষ দাসের স্ত্রীর এটা কি সঠিক দেখতে মনে হলো মুসলিম মহিলার বিয়ের ছবি। খাদিজা খান।

  14. কন্ঠ সুন্দর, উপস্থাপনাও সুন্দর। শুধু উচ্চারণ সঠিক করতে হবে।

  15. মানুষের ওভার হাইপের জন্য আশেপাশে আমরা যারা থাকি পুরাপুরি বিরক্ত। ভিতরে চিপস, আইস্ক্রিমের প্যাকেট ফেলে চলে যাচ্ছে, চেয়ার খাটে শুয়ে বসে ছবি তোলে, অফ ডে তে মানুষের চাপে রাস্তা দিয়ে হাটা যায় না।
    বাঙালী আসলেই জাতি হিসেবে জঘন্য। আর ভাই জানালা, রিকশা, চ্যানেল, শরীর এইসব এর উচ্চারণ গুলো ঠিক করেন। চ্যানেলের জন্য শুভকামনা।

  16. সুদূ রোজ গার্ডেন বলেন কেন ভাই ঠিকানা টাও বলেন