Santiniketan Sonajhuri Haat Bolpur 2025

শান্তিনিকেতন বেড়াতে এসে এখন এসেছি সোনাঝুরির হাটে। তবে এই ভিডিওতে এখন আমি যে সমস্ত কথাগুলো বলতে চলেছি জানিনা সে কথাগুলো বলার জন্য এই ভিডিওটা আমার থাকবে কিনা বা ভিডিওটা ডিলিটও হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে এই নোটিফিকেশনটা যখনই আসছে ভিডিওর আপনারা ভিডিওটা দেখে নিন এবং আমি যে কথাগুলো বলছি তার সাথে আপনারা সহমত কিনা সেটা অবশ্যই জানাবেন। এবারে দুদিনের শান্তিনিকেতন টরে গিয়ে আমরা অসীমা রিসোর্টে ছিলাম। এই রিসোর্টটিকে রিসোর্ট না বলে ফার্ম হাউস বলাটাই বেশি ভালো হবে। এর ফুল রিভিউ ভিডিও আমার চ্যানেলে আছে। লিংকটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। [মিউজিক] এই র‍্যাপারটা অপ্লিক আছে আবার। অপ্লিকেরও কাজ আছে। আবার এখানে কাটা স্টিচেরও আছে। এই র‍্যাপারের দাম হচ্ছে 750 টাকা। 750 পিওর কটনের কুর্তি। এইটা পুরোটা কাঠা স্টিচের কাজ করা। এগুলো 750 করে দাম বলছেন। হ্যান্ডমেড কাগজের উপরে ডায়রি দেখছি এরকম। খুব সুন্দর দেখতে। কিন্তু এগুলো এগুলো টাকা করে দাম বলছে। এই একটা ডায়রি দেখছি। এগুলো1 টাকা করে। এগুলো সব হ্যান্ডমেড কাগজের। এই ডায়রির কভারটা আবার আলাদা। কাথা স্টিচের কাপড় দেয়া কভার। এখানে শান্তিনিকেতন লেখা আছে। এটাও হ্যান্ডমেড কাগজের ডায়রি। এটার দাম হচ্ছে 130 টাকা। এগুলো কাপড়ের উপরে প্রিন্ট করা আছে। এই বুকমার্কগুলো এরম বোথ সাইড করা আছে। এই বুকমার্কগুলো 25 টাকা করে দাম [মিউজিক] বলছে। 8 ফুটবাট বাই 9 ফুট। এটা চাদর। পুরোটা বাটিক করা আছে। এগুলো 1300 টাকা করে দাম। দাদা পাঞ্জাবিটা কেমন লাগছে? হলুদ রঙের পাঞ্জাবি দেখছি কাথা স্টিচ করা 44 সাইজের পাঞ্জাবি এরকম কাপড়ের কোয়ালিটিও ভালো এই পাঞ্জাবি গুলোর দাম বলছে 550 টাকা করে এবারে বহু বছর পরে সোনাঝড়ির হাটে এসছি এবং এসে দেখছি কি প্রচুর জিনিসের দাম মানে এক্সেসিভ একটা চাদর দেখলাম বিছানার চাদর সেটার দাম বলছে 1300 টাকা এখন কুর্তি দেখছি এখানে এটা এপ্লিকের কাজ করা আছে এখানে কাতা স্টিচ আছে এগুলো 300 টাকা করে বলছে বড় সাইজের কুর্তি এগুলো গামছা রেপ্লিক করা আছে। এগুলো দাম হচ্ছে 320। কটনের ওয়ান পিস দেখছি এগুলো। এগুলো 230 করে। এই একটা মলমলের ওয়ান পিস দেখছে। এটা কিন্তু খুব সুন্দর দেখতে। আবার এখানে এডজাস্ট করা যাবে। এই যে এরকম এই মলমলের ওয়ান পিসগুলো এখানে বলছে 450 টাকা করে। [মিউজিক] এস এগুলো মাটির স্ট্রে এগুলো 50 টাকা করে দাম মলের একটা দেখালাম ওয়ান পিস এইটা এখন দেখছি স্কার্ট স্কার্টের ফ্লেয়ারটা কিন্তু বেশ বড় স্কার্টগুলো এখানে দাম বলছে স50 টাকা করে [মিউজিক] আরে [মিউজিক] ি হা দিয়ে [মিউজিক] ধর এখানে বেডশিটের দামটা অনেকটা কম দেখছি আমরা এরকম 6বা সটা বেডশিট দেখছি এগুলো 40 করে বলছে এটা দেখতে খুবই সুন্দর এই পালাজোগুলো দেখছি এই পালাজগুলো পায়ের কাছে কাথা স্টিচ করা আছে এই পালা গুলোর দাম বলছে ৳350 [মিউজিক] করে। সোনাজুরির হাতে আমরা কাঁচা আমপোড়ার শরবত খাচ্ছি। 20 টাকা করে নিয়েছে। কাকার কাছ থেকে খেয়েছি। যদি সোনাঝুরি মার্কেটে কিছু কেনাকাটি অসমাপ্ত রয়ে যায় তাহলে আপনারা চলে আসতেই পারেন। যে মেলামাঠ আছে সেই মেলা মাঠের ঠিক পিছন দিকে হচ্ছে এই হ্যান্ডিক্রাফট মার্কেটটা আছে। এটাকে কবিগুরু হ্যান্ডিক্রাফট মার্কেটও বলে। এই জায়গাটা চলে আসতে পারেন। এখানে পরপর লাইন দিয়ে প্রচুর দোকান আছে। ওই সোনাছুরি হাট কয়গনের হাটে যে সমস্ত জিনিস পাওয়া যায় এখানেও সে সমস্ত জিনিস পাওয়া যায়। তবে আমার মনে হয় এখানকার জিনিসটা তুলনামূলক ভালো কোয়ালিটির। কারণ এই দোকানগুলো সবকটাই পার্মানেন্ট দোকান। এরকম হাফ শার্ট আছে। এগুলো হচ্ছে 220 করে। আর এগুলো হচ্ছে স্টিচ কাপড়ের উপরে। এগুলো হচ্ছে 280 করে। এগুলো 400 করে দাম। এইয এটা সিঙ্গেল চেন আছে। আর বেল্টও [মিউজিক] আছে। আমরা এখানে এরকম চুরি দেখছি। এরকম পুতি লাগানো আছে আর কাপড় জড়ানো চুরি এগুলো পার পিস 10 টাকা করে এরকম প্রচুর আছে প্রচুর বিভিন্ন কালারের বিভিন্ন কাপড়ের আর এখন একটা দেখছি এটা হচ্ছে সেট 50 টাকা এখানে মাঝখানে একটা চওড়া বাকি এগুলো সরু এগুলো কাপড় ঝড়ানো [মিউজিক] পাঞ্জাবি এর পকেটও আছে এই অপ্লিকে পুরোটা সাইডটা কাজ করা আছে এর হাতটা এরকম কাজ করা আছে এগুলো 200 টাকা করে দাম বলছে এগুলো 350 করে দাম দাদা বলছে 300 তে হয়ে যাবে 100 টাকা করে দাম বলছে এরকম শান্তিনিকেতন লেখা আছে এই পোরশনটা হচ্ছে হাতা স্টিচে করা অনেকগুলো পকেট আছে [মিউজিক] এগুলা 650 ঠিক আছে আজকে আমরা সকালবেলা আবার সোনাঝড়ির হাটে এসেছি আজকে রবিবার আজকে আমরা চলে যাব তাই ভাবলাম একবার একবার সকালবেলা এখান থেকে ঘুরে যাই। এখন বাজে 11টা 11:30 টা মতো। তার মধ্যে কিন্তু প্রচুর দোকান বসে গেছে। আপনারা যদি চান তাহলে রবিবার সকালবেলা একবার ঢুে যেতে পারেন। শান্তিনিকেতন লেখা এরকম ব্যাগ দেখছি। এগুলো হচ্ছে ক্যানভাসের যে কাপড় হয় সেই কাপড়ের উপরে প্রিন্ট করা। এগুলো 60 টাকা করে দাম বলছে। 50 টাকা দিয়ে দেবে। তবে এর চেন নেই। জাস্ট এরকম ব্যাগ টোর ব্যাগের মত। নিকেতন লেখা। এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের সই করা। ম্যাগনেট হওয়া যাচ্ছে। এগুলো বলছে 50 টাকা। এটা হচ্ছে 350 টাকা দাম। এটার সাইজ হচ্ছে 44। কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। খুব ভালো কোয়ালিটি কাপড়। একদম সুন্দর কোয়ালিটি। কোমরে বেল্ট আছে। 350 টাকা দাম। 250 300র মধ্যে দিয়ে দেবে। এইযে শান্তিনিকেতন প্রিন্টের এগুলো বোথ সাইডে এরকম করা আছে। ভেতরটা এরকম দুটো কম্পার্টমেন্ট আছে। এটা এগুলো 160 টাকা করে দাম বলছে। কিন্তু জিনিসটা খুবই সুন্দর দেখতে। [মিউজিক] এই গণেশ কানের গুলো 25 টাকা করে দাম নিচ্ছে। [মিউজিক] ট্রাডিশনাল শান্তিনিকেতন প্রিন্টের এরকম লেদারের ব্যাগ দেখছি এইযে এরকম চেন আছে এগুলো 170 করে দাম বলছে লাস্ট বলছে 150 টাকায় দেব এখানে ধুতি আর জামা সেট দেখছি এই সেটগুলোর দাম হচ্ছে 500 টাকা করে সোনাচুরির হাটে জিনিসপত্রের যে রেঞ্জের দাম বলছে সেটা মানে ম্যাসিভ মানে কালকেই দেখলাম একটা বিছানার চাদরের বলছে 1300 টাকা সেটা লোক নিলেও হাজার টাকা দিয়ে তার নিচেও কমাবেও না কিন্তু বেসিক্যালি চাদরটার দাম 500 টাকা বেশি নয় সুতরাং ওই দুটো প্রাইম ডে ছাড়া অন্যদিন আসতে হবে সোনাজুরির হাটে আর এখন সোনাজুরির হাট প্রত্যেকদিন খোলা থাকে প্রত্যেকদিন লোকজন বসে [প্রশংসা] [মিউজিক] এখানে সোনাজড়ির হাটে এসে এবারে দোকানপত্র প্রচুর দেখতে পাচ্ছে ঠিক কথা কিন্তু এখানে এসে যে জিনিসটা সব থেকে বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম জিনিস কিন্তু কলকাতা জিনিস এই জিনিসপত্র আমরা কলকাতাতেও দেখতে পাই এবং জিনিসপত্রের আকাশনা দাম বলছে। লোকাল যে সমস্ত মানুষজন দোকানপত্র এখানে নিয়ে বসছেন তারা এক্সেসিভ দাম বলছেন। শনি রবিবার তো লাগাম ছাড়া দাম বলছেন। সুতরাং আমার মনে হয় আমাদের এবারে একটু শান্তিনটা কম আসাই ভালো। এ একটা শাড়ি দেখছি। এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচ করা আছে। এখানে দুটো কালার আছে। আর এটা হচ্ছে ব্লাউজ পেসটা। এটা ব্লাউজ পিসটা। এটার দাম হচ্ছে 3500 টাকা।

Explore Sonajhuri Haat in Rabindranath Tagore’s Santiniketan (UNESCO World Heritage Site) in this vibrant vlog featuring unique saree collection, stylish kurti, handmade bag, and local crafts. Enjoy soulful Sonajhurir Hate song, adda sessions, and serene bone bagan views. Discover hidden gems of Bolpur, resort stays, and cultural vibe. Visit the spot made famous by Kobe Bose and experience the charm of rural Bengal through art, music, and tradition.

Explore the charm of the iconic weekly market surrounded by the stunning Sonajhuri Forest. The market offers handcrafted terracotta items, tribal jewellery, and organic products. Connect with the local artisans and enjoy live performances of soulful Baul songs—a true celebration of Santiniketan’s artistic heritage.

Article: https://www.theholidaystory.com/bolpur-santiniketan-tour-plan-guide-kolkata/

Bolpur playlist: https://www.youtube.com/playlist?list=PLEk7XErMhQC4y8LvCF-11Y-cbR7beoV6i

Thanks

Ruma Dey Baidya (Travel Blogger from Kolkata)
🛑 Business Email id – ruma [at] theholidaystory.com
Facebook https://www.facebook.com/ruma.dey.baidya

16 Comments

  1. Apnar sathe sompurno sohomot..sonibar gechilam April a..marattok dam kichu dokane bolte gele max dokanei dam besi..ese porer date er vlog a dekhechi kom dam..

  2. এত দাম কিন্তু আর একজন বলছিলেন অনেক কম দাম

  3. যাবো না এবার ডাকাতি শুরু করেছে, এর আগে আমি কাথা স্টিচের কুর্তি নিয়েছি 200/- দিয়ে খুব ভালো fabric, এখন সেটাই 550/- ইয়ার্কি নাকি , যাবো না কিনবো ও না

  4. আমি এরপর আকাশে মেঘ দেখে বৃষ্টির দিন দেখে যাবো😅

  5. ওরা দাম অনেক বলবে কিন্তু দাম দর করে অনেক কমায়।আমি one পিস নিয়েছি 500 বলছিল 230 দিয়েছি।অনেক কম দেয়