একুশে বইমেলা ২০২৫ সম্পর্কে বিস্তারিত | Boi Mela 2025 | Tour n Travel
একুশে বইমেলা ২০২৫ সম্পর্কে বিস্তারিত | Boi Mela 2025 | Tour n Travel
শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫। জাতীয়ভাবে একুশে বইমেলা অনুষ্ঠিত হয় ঢাকায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার একুশে বইমেলায় সঠিক রাস্তায় কীভাবে আসবেন- সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। এছাড়া বইমেলা কেমন চলছে এবং বইমেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে সুন্দর সুন্দর স্টল ও বইপুস্তক দেখানোর চেষ্টাও করেছি। অমর একুশে গ্রন্থমেলা পরিচিত একুশে বইমেলা হিসেবে। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে এই মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। যতদূর জানা যায়, ১৯৭২ খ্রিস্টাব্দের ৮ই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণের বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। ১৯৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান। ১৯৭৮ খ্রিস্টাব্দে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন। এরপর থেকে বইমেলার আয়োজক হয়ে ওঠে বাংলা একাডেমি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।
Book Fair Timetable:
Everyday- 03:00pm to 09:00pm
Holiday— 10:00am to 09:00pm
#boimela2025 #bookfair2025 #dhakaboimela #ekusheyboimela #ekusheybookfair2025
Fb page: https://www.facebook.com/sunsunsunny994?
Fb id: https://www.facebook.com/profile.php?
21 Comments
Dhakar dupkhola taka kibabe jabo plz bolun😢
Boi mela te boi er dam savabik er ceye beshy naki kom.? Mane dokan e j dam e pwa jai sei aky dam e pwa jabe naki kom beshy.? Ami age kokhni jai nai eibr jabo vabcy
Super ❤
অসাধারণ
চিটাগাং রোড থেকে কীভাবে যাব?
শনিবারে কয়টা বাজে মেলা শুরু হয়?
Valo laglo ❤
মেয়েদের নিয়ে এইভাবে বলা উচিৎ না
আমি হেমায়েতপুর থেকে কিভাবে যাব
বরিশাল থেকে কিভাবে আসবো?
ইংরেজি গান বাজানো লাগবে না হলে হয় না।
শুক্রবার কি খোলা থাকে
মিরপুর থেকে কিভাবে যাবো?
স্টাফ কোয়ার্টার থেকে কিভাবে যাবো
আবদুল্লাহপুর থেকে কিভাবে যাবো?
জয় বাংলা
দ্রুত ও সহজে Vocabulary আয়ত্ত করার দুর্দান্ত বই!!!🔥🖼️❤️
আপনার সন্তানকে আগামী দিনের সম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি শেখানোটা খুবই জরুরি। শিশুদের Vocabulary শেখাকে আনন্দদায়ক ও সহজ করতে Scientific Research এর আলোকে রচিত "ছন্দে ছন্দে Vocabulary" বইটি।
ছন্দে ছন্দে Vocabulary বইটি আপনার কেন প্রয়োজন?
✅ মুখস্থ করা ছাড়াই সহজে ইংলিশ ভোকাবুলারি আত্মস্থ করার কৌশল।
✅ আনন্দ ও মজা নিয়ে ভোকাবুলারি শেখা ও শেখানো।
✅ অল্প সময়ে অধিক ভোকাবুলারি শেখার কার্যকর উপায়।
✅ Scientific Research-এর আলোকে বইটি রচিত।
✅ প্রতিটি word-এর শুদ্ধ বাংলা উচ্চারণ, parts of speech ও একাধিক অর্থ সংযুক্ত।
✅ প্রায় ২৫০০ ভোকাবুলারি শেখা।
✅ ভোকাবুলারি ভীতি দূর করার পাশাপাশি ভিত্তি মজবুত করে।
✅ ছোটো থেকে বড়ো সবার জন্য শতভাগ কার্যকরি।
বইটি অর্ডার করুনঃ
https://www.rokomari.com/book/446716/sonde-sonde-vocabulary
দ্রুত ও সহজে Vocabulary আয়ত্ত করার দুর্দান্ত বই!!!🔥🖼️❤️
আপনার সন্তানকে আগামী দিনের সম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি শেখানোটা খুবই জরুরি। শিশুদের Vocabulary শেখাকে আনন্দদায়ক ও সহজ করতে Scientific Research এর আলোকে রচিত "ছন্দে ছন্দে Vocabulary" বইটি।
ছন্দে ছন্দে Vocabulary বইটি আপনার কেন প্রয়োজন?
✅ মুখস্থ করা ছাড়াই সহজে ইংলিশ ভোকাবুলারি আত্মস্থ করার কৌশল।
✅ আনন্দ ও মজা নিয়ে ভোকাবুলারি শেখা ও শেখানো।
✅ অল্প সময়ে অধিক ভোকাবুলারি শেখার কার্যকর উপায়।
✅ Scientific Research-এর আলোকে বইটি রচিত।
✅ প্রতিটি word-এর শুদ্ধ বাংলা উচ্চারণ, parts of speech ও একাধিক অর্থ সংযুক্ত।
✅ প্রায় ২৫০০ ভোকাবুলারি শেখা।
✅ ভোকাবুলারি ভীতি দূর করার পাশাপাশি ভিত্তি মজবুত করে।
✅ ছোটো থেকে বড়ো সবার জন্য শতভাগ কার্যকরি।
বইটি অর্ডার করুনঃ
https://www.rokomari.com/book/446716/sonde-sonde-vocabulary
Signboard theke kivabe jabo?
Location ta ektu bolun
আসাদ গেট থেকে কিভাবে যাব