মৌনি অমাবস্যায় মহাকুম্ভে স্নান | Kumbh Mela 2025 | Maha Kumbh Mela Prayagraj | Kumbh Mela Bengali

মৌনি অমাবস্যায় মহাকুম্ভে স্নান | Kumbh Mela 2025 | Maha Kumbh Mela Prayagraj | Kumbh Mela Bengali
#kumbhmela2025 #mahakumbh #kumbhmelaprayagraj #kumbhmela2025prayagraj #sangamghat #prayagrajkumbh #kumbhmelanews
***********’************
👉Contact With Me –
📌instagram – https://www.instagram.com/travel_with…
📌Email – koushik.health@gmail.com
📌Facebook – / twk1987

49 Comments

  1. আমি আজকে ফিরছি (30.01)গতকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক.. তবে প্রয়াগরাজ বারানসী হাইওয়ে জ্যাম রয়েছে.. আগের দুটো পর্ব আসবে ওটা দেখে কলকাতা বারানসী প্রয়াগরাজ পার্কিং হাঁটা অ্যাকোমোডেশন সব ডিটেইলস দিয়ে দেবো.. সঙ্গে থাকুন ❤️

  2. অপরাধ সহস্রাণী ক্রিয়ন্ত্যে হহর্নিশিং ময়া।

  3. খুব ভালো লাগলো। রাধে রাধে। মহা মানবের মিলন ভূমি। 🙏

  4. কৌশিক এ এক আভূত পূর্ব বিশ্লেশন যা তোমার ব্লগ থেকে দেখতে পেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো বিশেষকরে বিভিন্ন দৃশ্যের সাতে সুন্দর দ্রুত বিশ্লেষন।

  5. মানুষ নিজের দুষেই মারা গেছে এতবড় একটা সমাগমে গিয়ে নিজেরা সাবধানে থাকা উচিত ছিল। সরকার কি বলেছে হুরো হুরি করেমরতে।সরকারকে দুষ দেয়া ভূল।

  6. ধনি দরিদ্রে বিভেদ আছেই বলে আপনি হোটেলে থাকছেন আর ওরা খোলা আকাশের নীচে

  7. সত্যি দাদা ঈশ্বরের হাত আপনার মাথার উপর আছে তাই আপনি দুবার খুব সুন্দর ভাবে মহাকুম্ভ মেলা ঘুরে আসলেন ভিডিওটি খুব সুন্দর লেগেছে।

  8. Dada ami PRYJ ei duty korchi ami to sobai k bolbo bachha niye keu jeno na ase….. bachha ra parbe na r kichu bachha to baba maa r theke hariye geche 4 5 bochor er bachha …. keu bachha niye asben na

  9. দাদা আমি তোমার ভিডিও সবসময় দেখি
    বলছি দাদা ওখানে স্নান করতে গেলে ব্যাগ কোথায় রাখতে পারবো

  10. হর হর মহাদেব🙏🙏🙏 আর যারা মৃত‍্যু নিয়ে আনন্দ করে তাদের ধর্মটাই অধর্ম আর বিদ্বেষের ওপর তৈরী।

  11. সন্ধ্যা 7টা থেকে রাত্রি 2: 30টা পর্যন্ত28 তারিখে সঙ্গমে ছিলাম মানুষের মৃত্যুর তাণ্ডব দেখলাম নিজের চোখে কাপড় ছাড়া রুমের উপর আমার মেয়েকে তুলে দিয়েছিলাম বলে বেঁচে গেল নিজেও মরতে মরতে বেঁচে গেছি এই দুর্ঘটনার যে এই দুর্ঘটনার যে সাক্ষী ছিলো জীবনে নাম ধরবে না কুম্ভে যাওয়ার

  12. তবে স্টেশন থেকে সঙ্গম পর্যন্ত কাছাকাছি হয় সেই ফুটেজ টা কভারেজ করুন

  13. তোমার তথ্যসমৃদ্ধ ভিডিও সব সময়ই ভাল লাগে। আজও তোমার চোখ দিয়েই কুম্ভমেলা দর্শন করলাম। খুব ভাল লাগল । আমার ষাটোর্দ্ধ বয়সে নড়বড়ে পা নিয়ে কুম্ভে যাওয়া কষ্ট কল্পনা ছাড়া আর কিছুই না।তাই বলছি বাবা খুব ভাল করেছ। ভাল থেক। আশীর্বাদ রইল।

  14. Joy shree ram 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  15. তারা কারা আমাকে আর বলে দিতে হবে না golden line ❤❤

  16. দাদা আপনি বললেন,কিছু মানুষ কমেন্ট করেছে"বেশ হয়েছে" তারা এক বিশেষ প্রজাতির,,আমি জানিনা তারা কারা,,কিছু ভাই কমেন্ট করছে তারা চারপেয়ে,,তারা মুসলিম,,যদি তারা মুসলিম হয় তাদের উদ্দেশ্যে বলবো-এই নোংরা কমেন্ট থেকে দূরে থাকতে,,কারণ ইসলাম বলছে যে বা যারা অন্যের ধর্ম কে শ্রদ্ধা করতে পারে না,তারা মুসলিম হতে পারে না,,।
    হজরত মোহাম্মদ(সা:) বলেছেন কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মের মানুষের অধিকার ক্ষুন্ন করে,কিংবা তাদের উপর জুলুম করে,তবে কেয়ামতের দিন আমি মোহাম্মদ ঐ মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালত এ লড়াই করবো-(সুনানে আবু দাউদ :৩০৫২।
    তিনি আরো বলেছেন অন্যয় ভাবে কোনো অ মুসলিম কে হত্যাকারী জান্নাতের সুগন্ধ ও পাবেনা,অথচ চল্লিশ বছরের রাস্তা থেকে ঐ সু গন্ধ পাওয়া যায় -সহি বোখারি: ৩১৩৬
    *একে ওপরের ধর্ম পালন করতে গিয়ে কেও সীমা লঙ্ঘন করবে না,,ঈমানদার রা যেন এর থেকে নিজেকে দূরে রাখে,আল্লাহ আরো বলেছেন তারা আল্লাহ কে বাদ দিয়ে যে সব দেব দেবীর উপাসনা করে তোমরা তাদের গালি দিও না। যাতে তারা শিরক থেকে আরো অগ্রসর হয়ে,অজ্ঞাতবসত আল্লাহ কে গালি দিয়ে না বসে- সুরা অনাম:১০৮
    **যেখানে অন্য ধর্মের দেবতা কে গালি দেওয়া নিষিদ্ধ,,সেখানে মুসলিম হয়ে অন্যের ধর্মের অনুভূতিতে আঘাত দেয় কি করে,,আমি একজন মুসলিম,,আমি সম্মান করি সকল ধর্ম কে,আমার অনেক শ্রদ্ধা ভরা ভালোবাসা রইলো সমস্ত মহা কুম্ভ যাত্রী দের জন্য,,সকলে যেন সুস্থ শরীরে মহাকুম্ভ দর্শন করে, যে যার বাড়ি ফিরে যেতে পারে এই কামনা করি-ধন্যবাদ সকল ধর্মের ভাইদের

  17. মহাকুম্ভ মেলায় গিয়ে বুঝলাম –
    সনাতন ধর্মে আমার জন্মগ্রহণ করে আমি ভাগ্যবান..🌸❤️
    তানাহলে এই ঐতিহাসিক মুহূর্ত যেটি 144 বছর যাবত পরে ফিরে এসেছে..🥹🙏🏼

    কুম্ভ মেলায় গিয়ে মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি।
    একটুখানি জন্য মনে hoichilo যে ফিরব তো কিন্তু বাবা মহাদেব সহায় থাকায় আমাদের কোনো sankat হয়নি..🤗❤️‍🩹
    হর হর महादेव

  18. তোমার নির্দিষ্ট একটি সম্প্রদায় বা নির্দিষ্ট ধরনের মানুষের বিরুদ্ধে করা আক্রমণ তোমার চূড়ান্ত ভণ্ডামিকে স্পষ্ট করে। এই একই রাজ্য এবং একই ব্লগার সম্প্রদায় থেকে আমরা আরও দুইজন ভ্লগারকে মহাকুম্ভে যেতে দেখেছি। তারা সেখানে গিয়ে দেখিয়েছেন মেলার বাস্তব চিত্র, সেখানকার মানুষজন, এবং আমাদের দেশের যুগযুগান্তের প্রাচীন ঐতিহ্য।

    হ্যাঁ, কুম্ভ মেলা বিশ্বের সামনে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং অতীতের প্রতিফলন। কিন্তু তুমি যখন ‘অখণ্ড ভারত’ বলছ, তখন তুমি ঠিক কোন অখণ্ড ভারতের কথা বলছ? আমি যতদূর জানি, সেই অখণ্ড ভারতের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমারও অন্তর্ভুক্ত।
    যদি তা-ই হয়, তবে তুমি কীভাবে উত্তর প্রদেশে দাঁড়িয়ে সেটি দেখতে পেলে? এবং যখন তুমি অন্যদের কুম্ভে আসতে বলছ, এবং বিশেষ করে ‘সাঙ্গম’ ছাড়া অন্য কোথাও না স্নান করার কথা বলছ, তখন সেটি একপ্রকার পরোক্ষভাবে অব্যবস্থাপনাকে উসকে দেওয়ার মতো হয়ে যাচ্ছে।

    আমি তোমার ভিডিওর কিছু মন্তব্য পড়ছিলাম, যেখানে কুম্ভযাত্রীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। যারা সেই রাতে সেখানে উপস্থিত ছিলেন, তাদের ভয়ংকর অভিজ্ঞতা শরীরে শিহরণ জাগায়। আর যে আলাদা ঘাটগুলো আখড়াগুলোর জন্য নির্দিষ্ট করা হয়েছে, তা স্পষ্টভাবে দেখিয়ে দেয় কীভাবে বিভাজন সৃষ্টি করা হয়েছে, কোনো মহৎ কাজের অংশ হিসেবে নয়।

    সমস্যাটা হল ধনী হিন্দু আর গরীব হিন্দুর মধ্যে বিভাজন।
    যেখানে ধনী হিন্দুরা আলাদা জায়গায় ভিড় এড়িয়ে সহজেই স্নানের সুযোগ পেয়েছেন, সেখানে গরীব হিন্দুদের মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছেন পদদলিত হয়ে। কিন্তু আমি তোমার মুখে এই বিষয়ে একটিও কথা শুনিনি।

    তোমার এই ভণ্ডামি তোমার বেড়ে ওঠার পরিবেশ, তোমার বাবা-মা এবং শিক্ষকদের শিক্ষা থেকেই এসেছে।

    একজন বাঙালি হিসেবে, আমি লজ্জিত যে তুমি বাংলার প্রতিনিধি,
    যে বাংলা এই দেশের সবচেয়ে উজ্জ্বল, মেধাবী এবং সম্মানিত রাজ্যগুলোর একটি, এবং যার ভাষা পৃথিবীর সবচেয়ে মধুর ভাষা।

  19. Keno clearly bolchen na Sorkarer gafilotir r kotha .Keno barbaar manusher tarahuro ba dosh ta k e highlight koren barbar? Ekta snan e Gorib borolokeder moddhe kivabe bistor pathokko kore dewa hcche tar kono ullekh nei. Ei poriman e lok asbe sekhanar sorkari prosashan ba police nischoye janto. Thole keno ei gafiloti take dhakchen. Asol ki ghotechilo clearly bolun.

  20. যারা কুমভে চান করতে যাচছেন তাদের একটাই অনুরোধ হুজুগে গা ভাসিয়ে কুমভে যাবেন না কলকাতার golfgreenএর মৃত মহিলার সামী বলেছেন আমার শ্রীকে বারন করার পরেও হুজুগে পড়ে কুমভো গেল ক্ষতি হলো হতভাগা সামীর

  21. আপনি যে বাবা ভোলানাথের আশীরবাদ ধন্য বাবা আপনাকে চরম বিপদ থেকে রক্ষা করেছেন

  22. দূরঘটনা ঘটার পর পরিস্থিতিতি নিয়ে অনেক গুজব রটেছিল আপনি সঠিক তথ্য দিয়ে আসল ঘটনা তুলে ধরলেন

  23. Jai Shiree Krishna Jai Shiree Radhekrishna Jai Shiree Ram Jai Jai Kar Hoke Sakaler Mangal Karo Prabhu 🥀🌷🌹🌺👏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  24. Dada 28/29 tarik chillam moni amabossay shanan korlam.dada akta kotha mentale storng thakta hoba je kone poristhiter mokabila korar jonno.jai shree Ram

  25. মোহকুম্ভ তে গেলেই শুদ্ধি হয় এটা ঠিক হয় মন শুদ্ধ থাকলে পুকুরের জলেও স্নান করলেও পুন্নি লাভ হয়।
    এর জন্যে কুম্ভ তে যাওয়ার দরকার নেই

  26. APNI KI APOPROCHAR KORTE GAGHEN NAKI..FULL ARRANGEMENT CHILO..AR ATO BHALO..AMAR NIJE DEKHA…TAI FALSE KOTHA BOLBEN NA.

Write A Comment