সোনারগাঁও পানাম নগর । কবে যাবেন, কিভাবে যাবেন । Panam Nagar Tour | Sonargaon Panam City Narayanganj

সোনারগাঁও পানাম নগর । কবে যাবেন, কিভাবে যাবেন । Panam Nagar Tour | Sonargaon Panam City Narayanganj 2024
আজকের গন্তব্য,
পানাম নগর বা‌ পানাম সিটি !!
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর।
জানার চেষ্টা করব এই নগরির প্রাচীন ইতিহাস।

✅কবে যাবেন:
পানাম নগর মঙ্গলবার থেকে শনিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পুর্যন্ত খোলা থাকে। সোমবার খোলা থাকে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

শীতকালে পানাম নগর সকাল নয়টা থেকে বিকেল ৫টা পুর্যন্ত খোলা থাকে,আর সোমবার দিন খোলা থাকে দুপুর ১:৩০ থেকে বিকাল ৫টা পুর্যন্ত।
পানাম নগর প্রতি রবিবার বন্ধ থাকে।

✅কিভাবে যাবেনঃ-
প্রথমে গুলিস্থান আসতে হবে । এখান থেকে বাসে(দোয়েল, স্বাধীন, বেরাক, বি আর টি সি এসি সার্ভিস )করে মোগরাপাড়া নামতে হবে। ভাড়া নিবে জনপ্রতি ৪৩-৬০ টাকা অবধি। মোগরাপাড়া থেকে অটোতে করে জাদুঘর চলে আসবেন ভাড়া নিবে জনপ্রতি ১০ টাকা। রির্জাব নিলে ৫০-৬০ টাকা অবধি। জাদুঘর থেকে বের হয়ে হেটেই চলে আসতে পাবেন পানাম নগর। অথবা রিক্সা নিয়ে চলে যেতে পারবেন ভাড়া নিবে ১০-১৫ টাকা।

ঢাকা থেকে পানাম নগর যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে ঢাকার গুলিস্তানে। গুলিস্তান থেকে গাড়িতে উঠে আপনাকে নামতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের মোগড়াপাড়া চৌরাস্তায়। গুলিস্তান থেকে স্বদেশ,বোরাক, এবং দোয়েল সহ আরো বেশ কিছু বাস মোগড়াপাড়া পুর্যন্ত যাতায়াত করে। গুলিস্তান থেকে মোগড়াপাড়া পুর্যন্ত যেতে ভাড়া নিবে ৬৫ টাকা,আর সময় লাগবে ১ ঘন্টা ত্রিশ মিনিট।

মোগড়াপাড়া চৌরাস্তা আসার পর অনেক সিএনজি ও অটোরিকশা দেখতে পাবেন। এইগুলো দিয়ে পানাম নগর যেতে পারবেন। ভাড়া নিবে জনপ্রতি ১৫ টাকা করে, চাইলে সিএনজি এবং অটোরিকশা রিজার্ভও করতে পারবেন।

✅টিকিট
পানাম নগর প্রবেশের টিকেটের মূল্য হচ্ছে জনপ্রতি ১৫০ টাকা।

#sonargaon #পানাম_নগর #panamnagar #পানাম #panam #viralvideo #trending #foryou #travel #dailyvlog

9 Comments

  1. শুধু পানাম সিটির টিকিট কিনা যায়না?
    কত করে কিনা গেলে??

  2. পানামাসিটি এবং বড়সর্দার বাড়ি সবগুলোর কি একসাথে টিকেট কাটতে হবে? ঢাকার কোথা থেকে বাস ছাড়ে?

Write A Comment