লুৎফুজ্জামান বাবর কে? Lutfozzaman Babar

কে এই লুৎফুজ্জামান বাবর । নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য তিনি একজন দেশপ্রেমিক।বাংলাদেশের সার্বভৌমত্ব’র ব্যাপারে ছিলেন আপোষহীন।তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশ-ভারত সিমান্তে,ভারত খুবই ভেবেচিন্তে কাজ করতো।ভারতের জন্য বাবর ছিলেন এক ত্রাসের নাম।

Lutfozzaman Babar

24 Comments

  1. নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য তিনি একজন দেশপ্রেমিক।বাংলাদেশের সার্বভৌমত্ব'র ব্যাপারে ছিলেন আপোষহীন।তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশ-ভারত সিমান্তে,ভারত খুবই ভেবেচিন্তে কাজ করতো।ভারতের জন্য বাবর ছিলেন এক ত্রাসের নাম।

  2. ভারত থেকে বাচানোর জন্য তারা চেষ্টা করেছিল আর আওয়ামীলীগ ভারতের দালালি করে নিজের দেশ শেষ করে ভারতের পেঠ ভরায়

  3. বাংলাদেশের প্রতিটা যুবকের হৃদয়ে আজ বাবরের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা তার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে একজন মানুষের জন্য??? একটা দল ১৭ বছর উন্নয়ন করেও যা অর্জন করতে পারেনি তা এই দেশপ্রেমিক মজলুম (বাবর) জেলবন্দী অবস্থাতেই অর্জন করেছেন।
    আল্লাহ যাকে সম্মানিত করে তাকে ঠেকায় কে। আজকে বাংলাদেশের প্রতিটা যুবকই এক একটা বাবর। আমরা যারা ভারতবিদ্বেষী তারা প্রত্যেকেই এক একজন বাবর।

  4. লুৎফর রহমান বাবু, ঊনার জন্য ই বাংলাদেশ নিয়ে ভারতের এত নাক গলানো….তিস্তার নেয্য পাওনা আদায় সহ বডারে বাংলাদেশের মানুষের হতাহত বন্ধে উনি ই কথা বলতেন বেশি। ভারতকে পিঠ নয় মাথা উঁচু করে দেখাতে চায় বাংলাদেশ,আমি কোন দল সাপোর্ট করিনা, একজন বাঙালি হিসাবে বলছি লুৎফুর রহমান বাবর দেশের ন্যায্য হিসাব বুঝে পাবার জন্য বদ্ধপরিকর ছিলেন।।।আর ভারতকে পেম্পাস পরিয়ে রাখতেন॥

  5. ইন্ডিয়াকে ওই সময়কালে বন্দুকের ডগায় নাচানো ব্যাক্তি চাইলে নিজের দেশে এমন পাওয়ার দেখাতে পারতো যেনো ওনার Against এ কেউ যেতে পারতো না। কিন্তু তিনি তা করেন নাই, নিতান্তই ওনাকে দেশের প্রয়োজন ❤❤

  6. যারা বলছেন বাবর এর কাজ ভালো ছিলো, ঠিক আছে, আবেগের বশে বলেছেন ভালো
    কিন্তু এটাও মাথায় রাখবেন, ১০ লক্ষ রোহিঙ্গা দেশে ঢুকেছে, অস্ত্রের জন্য ভারত থেকে যদি আরো ১০ লক্ষ মানুষ সিলেট, ময়মনসিংহ বা উত্তরবঙ্গে ঢুকে, কতদিন তাদের খাবার দিতে পারবেন?
    পারবত্য চট্টগ্রামের সন্ত্রাসিদের অস্ত্র নিয়ে এই দেশেই জঙ্গিরা হামলা চালিয়েছে, CHT তে সেজন্য সেনাবাহিনী এখনো অপারেশন চালাচ্ছে, ১০ ট্রাক অস্ত্র সেভেন সিস্টারে ঢুক্লে অই অস্ত্র যে আপনার শহরের বা গ্রামের সন্ত্রাসির হাতে যাবে না তার গ্যারান্টি কে দিবে?
    সন্ত্রাস লালনের নামে যদি মার্কিন নিষেধাজ্ঞা আসে(খেয়াল রাখবেন, আমেরিকার কাছে বাংলাদেশের চাইতে ভারত অনেক বেশি গুরুত্বপূর্ণ), তখন পথে বসা লাখ লাখ গারমেন্টস কর্মীরা কি করবে?
    বাংলাদেশ থেকে অস্ত্র আসার খবরে যদি ভারত সরাসরি যুদ্ধ ঘোষণা করে, তবে আপনি কতজন বাংলাদেশীর প্রানহানি দেখতে চাইবেন?

    আপনি যেই সিদ্ধান্ত নিন, তার কন্সেকুএন্স আছে, সুতরাং, ভেবে দেখবেন, সেভেন সিস্টারের হাতে অস্ত্র দিয়ে নাহয় তাদের স্বাধীন করেই ফেললেন, কিন্তু তার জন্য আপনি কতটুকু দাম দিতে রাজি আছেন

  7. বাংলার বাঘ উনি।যাইহোক এমন বাবর ই বাংলার জন্য দরকার,ইন্ডিয়ার দাদা গিরি শেষ করে দিব

  8. বাবর কে আবার স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চাই ✊

  9. বাবর একজন সিংহ পুরুষ।।।
    চিন্তা করছি এখন কি আর উনার আগের মতো শক্তি আছে।।উনাকে দূর্বল বানিয়ে দেওয়া হয়েছে ভারতের চক্রান্তে😢😢😢

Write A Comment